ভারত সরকারের নতুন পদক্ষেপে ব্যান হয়ে গেছে 59টি চাইনিজ app । তো দেখে নিন সেই app গুলোর বদলে কী app ব্যবহার করতে পারেন।
লাইক, kwai, হেলো, বিগো লাইভ, ভিগো লাইভ, ভিমেট, টিকটকের বদলে বোলো ইন্ডিয়া( ভারতীয়)
, রোপসো( ভারতীয়),
চিঙ্গারী(ভারতীয়) ,
ডাবসম্যাশ ইত্যাদি।
শেয়ার ইট, জেন্ডার, ই.এস. ফাইল এক্সপ্লোরার এর বদলে ফাইলস বাই গুগল, শেয়ারঅল( ভারতীয়)
, Z শেয়ার (ভারতীয়)
, জিও সুইচ (ভারতীয়)
, সলিড এক্সপ্লোরার, গুগ্লস ড্রাইভ, ড্রপবক্স, সেন্ড anywhere, স্মার্ট শেয়ার ইত্যাদি।
U.C. ব্রাউজার, C.M. ব্রাউজার, এপাস ব্রাউজার এর বদলে গুগল ক্রোম, জিও ব্রাউজার(ভারতীয়)
, এপিক ওয়েব ব্রাউজার ( ভারতীয়)
, মোজিলা ফায়ার ফক্স, মাইক্রোসফট এজ, অপেরা ইত্যাদি।
ক্যামস্ক্যানার এর বদলে এডব স্ক্যান, মাইক্রোসফট লেন্স, কাগজ স্ক্যানার ( ভারতীয়)
ইত্যাদি।
ইউক্যাম, সেলফি সিটি,মেইটু, ওয়ান্ডার ক্যামেরা, ফটো ওয়ান্ডার, সুইট সেলফি, নিউ ভিডিও স্ট্যাটাস ,বিউটিপ্লাসের বদলে B612 বিউটি এন্ড ফিল্টার ক্যামেরা, ক্যান্ডি ক্যামেরা, ইন্ডিয়ান সেলফি ক্যামেরা
(ভারতীয়) , পিক্সআর্ট, ফেসটিউন 2, লাইটরুম, snapseed ইত্যাদি।
ক্লাব ফ্যাক্টরি, শেইন, ROMWE এর বদলে আমাজন ইন্ডিয়া, কুভস, মিন্ত্রা( ভারতীয়)
, আজিও ( ভারতীয়)
, লাইম রোড, ইন্ডিয়ামার্ট ( ভারতীয়)
ইত্যাদি।
ভিভা ভিডিওর বদলে কিনেমাস্টার, পাওয়ার ডিরেক্টর ইত্যাদি।
U.C. নিউজ, নিউজডগ, QQ নিউজফিড এর বদলে গুগল নিউজ, ইনশর্টস (ভারতীয়),
ডেইলিহান্ট( ভারতীয়)
ইত্যাদি।
প্যারালাল স্পেস এর বদলে app ক্লোনার, শেল্টার, ক্লোন app ইত্যাদি।
বাইডু ম্যাপ এর বদলে ম্যাপ মাই ইন্ডিয়া মুভ ( ভারতীয়),
গুগল ম্যাপস ইত্যাদি।
ক্ল্যাশ অফ কিংস, মোবাইল লেজেন্ডস এর বদলে লুডো কিং ( ভারতীয়)।
ভাইরাস ক্লিনার, QQ সিকিউরিটি সেন্টার এর বদলে K7 টোটাল সিকিউরিটি, এভাস্ট এন্টি-ভাইরাস, 1পাসওয়ার্ড ইত্যাদি।
QQ মেইল, মেইলমাস্টার এর বদলে মাইক্রোসফট আউটলুক, জিমেইল ইত্যাদি।
Weibo এর বদলে টুইটার।
QQ মিউজিক এর বদলে spotify, জিওসাভান ( ভারতীয়)
, ইউটিউব মিউজিক, উইনক মিউজিক ( ভারতীয়)
ইত্যাদি।
মিভিডিও কল এর বদলে জিওমিট( ভারতীয়) ,
সে নামস্তে ( ভারতীয়)
, গুগল মিট, স্কাইপ মিট নাউ, গুগল ডুও, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি।
উইসিনক এর বদলে গুগল কন্টাক্টস।
D.U. রেকর্ডার এর বদলে A.Z. স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার নো এডস ইত্যাদি।
ভল্টহাইড, D.U. প্রাইভেসি এর বদলে কিপসেফ ইত্যাদি।
QQ প্লেয়ার এর বদলে CnX প্লেয়ার, VLC মিডিয়া প্লেয়ার।
উইমিট, হেলো এর বদলে কোয়াক কোয়াক, হোলা, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি।
বাইডু ট্রান্সলেট এর বদলে গুগল ট্রান্সলেট, হি ট্রান্সলেট ইত্যাদি।
D.U. ব্যাটারি সেভার এর বদলে গ্রিনিফাই, ব্যাটারি সেভার এন্ড চার্জ অপ্টিমাইজার ইত্যাদি।
উইচ্যাট, QQ ইন্টারন্যাশনাল এর বদলে whatsapp।
Cache Cleaner DU App studio, DU Cleaner, ক্লিন মাস্টার এর বদলে Cক্লিনার norton ক্লিনার ইত্যাদি।
হাগো প্লে উইথ ফ্রেন্ডস এর বদলে snapchat, হাউজপার্টি ইত্যাদি।
ব্যান হওয়া চাইনিজ app গুলোর বদলে কী ব্যবহার করবেন
Reviewed by Nandini biswas
on
July 02, 2020
Rating:

No comments: