50 plus বাছাই করা বাংলা সুন্দর ফেসবুক স্ট্যাটাস Bengali fb status
50 plus বাছাই করা বাংলা সুন্দর ফেসবুক স্ট্যাটাস
অনলাইন তারাই থাকে
যাদের বাবু, সোনা, তামা, পিতল
বলার মত কেউ নেই।
যাদের বাবু, সোনা, তামা, পিতল
বলার মত কেউ নেই।
অনেক কথা বকা মানুষটা
যদি হঠাৎ চুপ হয়ে যায়,
তবে বুঝে নিও আঘাতটা
অনেক গভীরে লেগেছে।
ভাবতেই অবাক লাগে
যারা ময়লা করে তাদেরকে
ময়লাওয়ালা বলিনা
কিন্তু যারা পরিস্কার করে
তাদেরকেই আমরা
ময়লাওয়ালা বলে ডাকি।
সবাই তোমাকে কষ্ট দেবে
কিন্তু তোমাকে এমন একজনকে
খুঁজে নিতে হবে,
যার দেওয়া কষ্ট তুমি
সহ্য করতে পারবে।
খুব অল্পতে যারা মানুষকে
আপন করে নেয়,
পৃথিবীতে তারাই সবচেয়ে
বেশি কষ্ট পায়।
সবার শুধু মুখের হাসিটাই চেখে পড়ে
বুকের ভেতরের আর্তনাদ টা আর
কারোর চোখে পড়ে না।
সে মেসেজ করিনি
আমি কেন করবো!
এভাবেই ভেঙ্গে যায়
হাজারো সম্পর্ক।
এভাবেই ভেঙ্গে যায়
হাজারো সম্পর্ক।
আপনাকে যে সস্তা মনে করে,
আপনিও তাকে ময়লার বস্তা ভেবে
ডাস্টবিনে ফেলে দিন ।
আপনিও তাকে ময়লার বস্তা ভেবে
ডাস্টবিনে ফেলে দিন ।
ভালোবাসা বলে কিছুই নেই,
বেশিরভাগ সম্পর্ক গুলো
টিকে থাকে টাকার জোরে।
বেশিরভাগ সম্পর্ক গুলো
টিকে থাকে টাকার জোরে।
তেতো হলেও সত্যি,
আমাদের অধিকাংশ বন্ধুই
গোপনে আমাদের হিংসা করে।
আমাদের অধিকাংশ বন্ধুই
গোপনে আমাদের হিংসা করে।
মেয়েরা সব সময়
সত্য কথা পছন্দ করে!
কিন্তু বিশ্বাস করে
মিথ্যাবাদী কে।
এসে ছিলাম একা
যেতেও হবে একা
মাঝ খানে হয়ে গেল
কিছু চিটিংবাজের দেখা।
ছোট বেলার বড়দের
বিয়ে দেখতাম
আজ বড় হয়ে
ছোটদের বিয়ে দেখি।
মেয়ে হয়ে যখন জন্মেছি
ছেলেড়া তো একটু পটানোর
চেষ্টা করবেই, ও কোনো ব্যাপার না।
গরিবদের লবণ আনতে
পানতা ফুড়ায়,
আর বেকারদের বউ আনতে
যৌবন ফুড়ায়।
তরমুজ খাইতে গিয়ে
তরমুজের বিচ্চি খাইয়া ফেলেছি
এখন কি পেটে গাছ হবে?
আমিই মনে হয় একমাত্র মানুষ
যার রাতে ঘুম আসেনা আর
সকালে ঘুম ভাঙ্গে না।
আজকাল মানুষের কাছে
প্রায় সবকিছুই আছে
যেটা নেই সেটা হলো
মনুষ্যত্ববোধ।
খুব যত্নে রাখা জিনিস গুলো
হয়তো ভেঙ্গে যায়
নয়তো হায়রে যায়।
মন বোঝার মতো কেউ নেই
অথচ ভুল বোঝার মতো
মানুষের অভাব নেই।
ভালো আছি কথাটা যত
সহজে বলা যায়
তত সহজে কি সত্যিই
ভালো থাকা যায়।
গিরগিটি রঙ পাল্টায়
আত্মরক্ষার জন্য
আর মানুষ রঙ বদলায়
স্বার্থের জন্য।
বড়ো বড়ো প্রমিস করে
ভেঙে দিয়েছো বারবার,
তুমি কি আদৌ গালর্ফ্রেন্ড
না কি রাজ্য সরকার।
প্রতি সেকেন্ডে ফোন দেখা
বন্ধ করো,
কেউ ভালবাসেনা তোমাকে।
নিজেকে কখনো বেকার
ভাববেন না, মনে রাখবেন
আপনার রক্তের দ্বারা
অনেক মশার সংসার চলে।
মাঝে মধ্যে স্বপ্নে
একটা মেয়ে আসতো
কিন্তু এখন আর আসে না
মনে হয় বিয়ে হয়ে গেছে।
জীবনটা তেজ পাতার মতো হয়ে গেছে
সবাই ব্যবহার করছে ঠিকই
কিন্তু ব্যবহার হয়ে গেলেই
ছুঁড়ে ফেলে দিচ্ছে।
আজ gf নাই বলে
করতে পারি না...?
আরে ভাই ফোনের
কথা বলছি।
হেবি চিন্তায় আছি
ফেসবুকে এতো বোন হয়ে গেছে
তাদের বিয়ে দেবো কি করে?
তারপর বলো জীবনে ভেবেছিলে
আমার মতো এত ভালো মানুষের
সাথে তোমার পরিচয় হবে???
আমার মায়ের কাছে
সবচেয়ে বেশি রহস্য,
আমি সারাদিন ফোন
নিয়ে কি করি?
মানুষ ধনী হলে ভুলে যায়
সে একদিন গরীব ছিল,
তেমনি শিক্ষক ও ভুলে যায়
সেও একদিন ছাত্র ছিল।
একই গাড়িতে কোনো আত্মীয় উঠলে
আমি খুব টেনশনে থাকি,
ভাড়াটা আমি দিবো না উনি দেবেন।
নিজের বাড়ি ভালো হোক
বা খারাপ হোক,
নিজের বাড়ির মতো শান্তি
আর কোথাও নেই।
No comments