Bangla Facebook Bio Status
বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের টপিক কি? জ্বি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক বায়ো স্ট্যাটাস বাংলা আপনারা আমাদের আগের শেয়ার করা রোমান্টিক ফেসবুক bio স্ট্যাটাসে খুব ভাল রিয়াকশন দিয়েছেন তাই আপনাদের জন্য আরও কিছু ফেসবুকের সুন্দর bio status নিয়ে হাজির হলাম।
বন্ধুরা অনেকে মনে করেন ফেসবুকের bio স্ট্যাটাস গুলো এতো ছোট কেন। তারা হয়তো জানেন না ফেসবুকে বায়ো লেখার জন্য ফেসবুক কতৃপক্ষ আমাদের মাত্র ১০১ শব্দের মধ্যে bio লেখার জায়গা দিয়েছে এর মধ্যে নিজের বিষয়ে আর কি লেখা যায় তায় ফেসবুক বায়ো গুলো এতো ছোট হয়।
এই বয়সে একটু মজা করি,
এছাড়া আর কিছুই না।
আমি এমনি
হয়তো নিমিষে ভুলে যায়
নইতো কখনোই না।
সবার মতো হবো
এটা কখনো হয়?
আমার মতো আমি
কারোর মতো নই।
আমি কেরকম সেটা আমি জানি
কেউ যদি আমাকে খারাপ ভাবে
তাইতে আমার কিছু যায়-আসে না।
অনুমতি ছাড়া প্রফালে ঘোড়া নিষেধ
এটা কোন পার্ক না যখন তখন
মন চাইলে ঘোরাঘুরি করবেন।
বিশ্বাস করুন আমি এই পৃথিবীর
সবচেয়ে সুদর্শন কার্টুন।
এই যে এতোদিন পর
তুমি আমার এলাকায়
এবার দেখে ফেলেছি।
Bio দেখে কারোর চরিত্র
নির্ণয় করা যায় না।
হয়তো বাস্তবে সে
সবার চেয়ে আলাদা।
একদিন সফল হবো ভেবে
আজকাল বেঁচে আছি।
এই চলতি জীবন ঘটনা বহুল
দু-এক দিন ফাঁকে
তুইতো পাবিনা আমায়
আর আমিও পাবোনা তোকে।
কি প্রফাইল দেখতে এসেছেন?
ওরে কেউ বরণডালা নিয়ে আয়
দেখ কে এসেছে আমার প্রফাইলে।
আমি আমার বাবার
রাজকন্যা
ভালবাসার মানুষটির
রাজরানী।
কে আমি?
চিনলে ম্যাসেজ দাও
না চিনলে বাদ দাও।
আমি কীট পতঙ্গের চেয়েও
যথেষ্ট খারাপ,
তাই বলে কি আমার সাথে
বন্ধুত্ব করবে না?
সময়ের বন্ধনে জীবন চলে যেমন
আমিও তার সাথে চলি তেমন।
আমি জীবন যুদ্ধে এক অপরাজিত আহত সৈনিক যুদ্ধের ময়দানে
যার কোন মূল্য নেই।
ঘুঙুরের মতো বেজে চলি
কখনো এর পায়ে
কখনো তার পায়ে।
সময় নেই তার জন্য
যে আমায় ঘৃণা করে।
ব্যাস্ত আছি তাকে নিয়ে
যে আমায় ভালবাসে
welcome to my profile
আসছেন যখন
এক কাপ চা খেয়ে যাবেন।
যাহা বলিব সত্য বলিব
বিপদে পরিলে মিথ্যা বলিব।
জীবন আমার দিকে
তাকিয়ে আছে
আর আমি তোমার দিকে।
ম্যাসেজ করে লাভ নেয়
রিপ্লাই দিতে পারবো না।
বাপের রাজকন্যা
মায়ের ছিচ কাঁদুনি
ভাইয়ের আল্লাদি
ওনার কলিজা
এইতো আমি।
আমাকে আর কাঁদিও না
কারণ আমার চোখের জল
মুছে দেওয়ার মতো কেউ নেই।
বাস্তবে কারোর প্রিয়জন
হতে পারিনি তবে প্রয়োজনে
প্রিয়জন হয়েছি বহুবার।
চোখে জল এনে দেবার মানুষ পেয়েছি
কিন্তু জল মুছে দেবার পায়নি কাওকে।
আজ একটা গল্প বলি শোন
আমার বিকল্প নেই কোন।
লাশের শহরে আমি রাজা
রানী আমার প্রিয় গাঁজা।
পুরনো দিনের সময়
সুযোগ পেলেই
আমায় কাঁদায়।
প্রেমে পড়ে গেলে
পাশে থাকুন,
মনে জায়গা নাই।
দয়া করিয়া পোস্ট দেখিয়া
চরিত্র নির্ণয় করিবেন না
এগুলো শুধু বিনোদনের জন্য।
আমার চরিত্র জটিল থাকুক
সহজ আমায় বুঝো না।
প্রফাইল ঘেটে প্রেমে পড়লে
কতৃপক্ষ দায়ী নয়।
ক্রাশ তো খাবেন না
তাহলে প্রফাইল ঘেটে
কি হবে।
বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের টপিক কি? জ্বি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক বায়ো স্ট্যাটাস বাংলা আপনারা আমাদের আগের শেয়ার করা রোমান্টিক ফেসবুক bio স্ট্যাটাসে খুব ভাল রিয়াকশন দিয়েছেন তাই আপনাদের জন্য আরও কিছু ফেসবুকের সুন্দর bio status নিয়ে হাজির হলাম।
বন্ধুরা অনেকে মনে করেন ফেসবুকের bio স্ট্যাটাস গুলো এতো ছোট কেন। তারা হয়তো জানেন না ফেসবুকে বায়ো লেখার জন্য ফেসবুক কতৃপক্ষ আমাদের মাত্র ১০১ শব্দের মধ্যে bio লেখার জায়গা দিয়েছে এর মধ্যে নিজের বিষয়ে আর কি লেখা যায় তায় ফেসবুক বায়ো গুলো এতো ছোট হয়।
![]() |
ফেসবুক bio স্ট্যাটাস |
ফেসবুকে bio status কিভাবে যুক্ত করে?
ফেসবুকে bio স্ট্যাটাস প্রায় সকলেই যুক্ত করতে জানেন। এটা বলার কোন মানে হয় না।তবু যারা ফেসবুকে নতুন রয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি।
steps:1- প্রথমে ফেসবুকে লগইন করে আপনার প্রোফাইলে চলে যান।
step:2- এবার public information ক্লিক করুন।
steps:3- এবার Bio র পাশে edit ক্লিক করুন।
steps:4- এবার পছন্দ মত এখান থেকে বাংলা ফেসবুক বায়ো বেছে ওখানে লিখে save করে দিন।
50 plus বাংলা ফেসবুক প্রোফাইল বায়ো স্ট্যাটাস
Bio দেখে চরিত্র নির্ণয় করো না।
এছাড়া আর কিছুই না।
আমি এমনি
হয়তো নিমিষে ভুলে যায়
নইতো কখনোই না।
সবার মতো হবো
এটা কখনো হয়?
আমার মতো আমি
কারোর মতো নই।
আমি কেরকম সেটা আমি জানি
কেউ যদি আমাকে খারাপ ভাবে
তাইতে আমার কিছু যায়-আসে না।
অনুমতি ছাড়া প্রফালে ঘোড়া নিষেধ
এটা কোন পার্ক না যখন তখন
মন চাইলে ঘোরাঘুরি করবেন।
বিশ্বাস করুন আমি এই পৃথিবীর
সবচেয়ে সুদর্শন কার্টুন।
এই যে এতোদিন পর
তুমি আমার এলাকায়
এবার দেখে ফেলেছি।
Bio দেখে কারোর চরিত্র
নির্ণয় করা যায় না।
হয়তো বাস্তবে সে
সবার চেয়ে আলাদা।
একদিন সফল হবো ভেবে
আজকাল বেঁচে আছি।
এই চলতি জীবন ঘটনা বহুল
দু-এক দিন ফাঁকে
তুইতো পাবিনা আমায়
আর আমিও পাবোনা তোকে।
কি প্রফাইল দেখতে এসেছেন?
ওরে কেউ বরণডালা নিয়ে আয়
দেখ কে এসেছে আমার প্রফাইলে।
আমি আমার বাবার
রাজকন্যা
ভালবাসার মানুষটির
রাজরানী।
কে আমি?
চিনলে ম্যাসেজ দাও
না চিনলে বাদ দাও।
আমি কীট পতঙ্গের চেয়েও
যথেষ্ট খারাপ,
তাই বলে কি আমার সাথে
বন্ধুত্ব করবে না?
সময়ের বন্ধনে জীবন চলে যেমন
আমিও তার সাথে চলি তেমন।
আমি জীবন যুদ্ধে এক অপরাজিত আহত সৈনিক যুদ্ধের ময়দানে
যার কোন মূল্য নেই।
ঘুঙুরের মতো বেজে চলি
কখনো এর পায়ে
কখনো তার পায়ে।
সময় নেই তার জন্য
যে আমায় ঘৃণা করে।
ব্যাস্ত আছি তাকে নিয়ে
যে আমায় ভালবাসে
welcome to my profile
আসছেন যখন
এক কাপ চা খেয়ে যাবেন।
যাহা বলিব সত্য বলিব
বিপদে পরিলে মিথ্যা বলিব।
জীবন আমার দিকে
তাকিয়ে আছে
আর আমি তোমার দিকে।
ম্যাসেজ করে লাভ নেয়
রিপ্লাই দিতে পারবো না।
বাপের রাজকন্যা
মায়ের ছিচ কাঁদুনি
ভাইয়ের আল্লাদি
ওনার কলিজা
এইতো আমি।
আমাকে আর কাঁদিও না
কারণ আমার চোখের জল
মুছে দেওয়ার মতো কেউ নেই।
বাস্তবে কারোর প্রিয়জন
হতে পারিনি তবে প্রয়োজনে
প্রিয়জন হয়েছি বহুবার।
চোখে জল এনে দেবার মানুষ পেয়েছি
কিন্তু জল মুছে দেবার পায়নি কাওকে।
আজ একটা গল্প বলি শোন
আমার বিকল্প নেই কোন।
লাশের শহরে আমি রাজা
রানী আমার প্রিয় গাঁজা।
পুরনো দিনের সময়
সুযোগ পেলেই
আমায় কাঁদায়।
প্রেমে পড়ে গেলে
পাশে থাকুন,
মনে জায়গা নাই।
দয়া করিয়া পোস্ট দেখিয়া
চরিত্র নির্ণয় করিবেন না
এগুলো শুধু বিনোদনের জন্য।
আমার চরিত্র জটিল থাকুক
সহজ আমায় বুঝো না।
প্রফাইল ঘেটে প্রেমে পড়লে
কতৃপক্ষ দায়ী নয়।
ক্রাশ তো খাবেন না
তাহলে প্রফাইল ঘেটে
কি হবে।
ফেসবুক বায়ো স্ট্যাটাস বাংলা
বন্ধুরা অনেক খুঁজে খুঁজে শেরা 50 plus বাংলা ফেসবুক Bio স্ট্যাটাস জোগাড় করেছি। এটা খুজতে গিয়ে আমায় ১০০০ টারও বেশি প্রফাইলে যেতে হয়েছে তাই বলছি এই ফেসবুক Bio গুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পোস্ট আপনার ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে সোশ্যাল সাইটে শেয়ার করবেন ধন্যবাদ।
বাংলা ফেসবুক বায়ো
ফেসবুক বায়ো স্ট্যাটাস
ফেসবুক bio স্ট্যাটাস
ফেসবুক bio বাংলা
ফেসবুক bio status
ফেসবুক best bio
ফেসবুক প্রোফাইল bio
বাংলা ফেসবুক বায়ো
ফেসবুক বায়ো বাংলা
সেরা ফেসবুক বায়ো
ফেসবুক বায়ো স্ট্যাটাস
বাংলা ফেসবুক বায়ো স্ট্যাটাস
ফেসবুকের সুন্দর bio
Nice
ReplyDeleteAtif Ahmad
ReplyDelete