আমরা কম বেশি সকলেই ফেসবুক ব্যবহার করি এবং অনেক সময় ফেসবুকে কেউ আমাদের বিরক্ত করলে আমরা বাদ্ধ্য হয় তাকে ফেসবুকে ব্লক করার জন্য।
আবার অনেক সময় একটু ভুল বোঝা বুঝির ফলে নিজের প্রিয় বন্ধুকে ফেসবুকে ব্লক করতে হয় কিন্তু অনেকের জানা নেই ফেসবুক ব্লক খোলার নিয়ম ।
তাই আজ আমরা জানবো ফেসবুক এপস দিয়ে ফেসবুক আইডি ব্লক এবং আনব্লক করার নিয়ম।
আর সময় নষ্ট না করে আসুন দেখে নেওয়া যাক ফেসবুক ব্লক খোলার নিয়ম এবং কিভাবে ফেসবুকে কাউকে ব্লক করে।
ফেসবুক আইডি ব্লক করার নিয়ম
ফেসবুক আইডি ব্লক করার আগে কিছু কথা মনে রাখা দরকার। আপনাকে যদি কোন বন্ধু খুব বিরক্ত করে তবেই তাকে আপনি ব্লক করবেন কারণ ফেসবুকের কিছু নিয়ম আছে ।
আপনি যেমন ৫০০০ হাজারের বেশি ফেসবুক ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করতে পারবেন না তেমনি ১০০০ হাজারের বেশি ফেসবুকে কাউকে ব্লক করতে পারবেন না।
আর ফেসবুকে কাউকে ব্লক করলে সে আপনার প্রফাইল দেখতে পাবেনা এবং আপনাকে কোন ভাবে ম্যাসেজও করতে পারবে না আপনিও পারবেন না।
![]() |
Facebook Tricks |
ফেসবুক আইডি ব্লক করার নিয়ম
এখানে আমি আপনাদের Facebook Lite Apps দিয়ে দেখাবো তার কারণ এই এপস অত্যন্ত ফাস্ট, ব্যবহার করাও সহজ আর এতে কম mb খরচ হয়।
বেশির ভাগ মানুষ এটাই ব্যবহার করেন তবে আপনি মনে করলে ব্রাউজার বা ফেসবুক এপস ব্যবহার করতে পারেন নিয়ম সব একি।
Step:1- প্রথমে ফেসবুকে আপনি যাকে ব্লক করতে চাইছেন তার প্রফাইলে চলে যান। এবার ডান দিকে প্রথমে More ক্লিক করুন।তারপর নিচে থেকে Block ক্লিক করুন।
Step:2- এবার এখান থেকে আবার Block ক্লিক করুন। ( ফেসবুকে কাউকে ব্লক করলে সে বা আপনি কি কি পারবেন না তার বিবরণ ওপরে দেওয়া আছে।)
ফেসবুক আইডি আনব্লক করার নিয়ম Use Facebook App
ফেসবুকে কাউকে Block করা যতোটা সহজ Unblock করাও ততোটা সহজ। ফেসবুক আইডি আনব্লক করার নিয়ম নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো।
Step:1- প্রথমে আপনার ফেসবুক আইডি অপেন করে Settings ক্লিক করুন।
Step:2- এবার যেই পেজটা খুলবে এখান থেকে Blocking ক্লিক করুন।
Step:3- এবার যেই পেজটা খুলবে এখানে আপনার ফেসবুকে ব্লক করা সমস্ত বন্ধুদের দেখতে পাবেন আপনি যাকে ফেসবুক আনব্লক করতে চান তার পাশে Unblock ক্লিক করুন।
Step:4- এর পর আপনাকে কনফ্রাম করার জন্য আবার Unblock ক্লিক করলে ফেসবুক আনব্লক হয়ে যাবে।
ফেসবুক আইডি Unblock করার পর
মনে রাখবেন আপনি যদি কাউকে ফেসবুক Unblock করেন তবেে সে আগের মত আপনার ফ্রেন্ড থাকে না তার জন্য যদি আপনি তাকে আগের মত বন্ধু বানাতে চান তবে আপনাকে পুনরায় ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে হবে।
No comments