হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা বাবা-মা থাকতেও তাদের সন্মান করেন না বা ভালোবাসেন না তাই আজও আমাদের দেশে বিদ্যাশ্রম রয়েছে।কিন্তু একবার ভেবে দেখেছেন এই বাবা মা না থাকলে আপনার ঠিকানা কোন অনাথ আশ্রমে হতো।
শুনেছি জাপানে কোন বিদ্যাশ্রম নেই কারণ সেই দেশে প্রতি বছর তাদের স্কুল কলেজে ছেলে মেয়েদের ডেকে সকলের সামনে তার বাবা মায়ের পা ধুঁইয়ে সেবা করানো হয় তাই হয়তো বাবা মায়ের ভালবাসার মত পরম আনন্দ আর কোথাও পাবেন না।শুধু ফেসবুকে লোক দেখানো না বাস্তব জীবনেও বাবা-মাকে ভালবাসতে হবে আমাদের।
![]() |
বাবা-মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস |
বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস |বাবা দিবস নিয়ে ফেসবুক স্ট্যাটাস
এক বাবার লেখা
আমার কাছে আমার ছেলে ততক্ষণ নিজের
যতক্ষণ না তার বিয়ে হচ্ছে, আর
আমার কাছে আমার মেয়ে ততক্ষণ নিজের
যতক্ষণ না আমার নিঃশ্বাস বন্ধ হচ্ছে।।
বিয়ে বাড়ি গিয়ে কখনো খাবার
নিয়ে সমালোচনা করবেন না
কারণ ওই দিন কোন বাবা
তার সারাজীবনের সঞ্চয়
আপনাদের খাইয়ে দেন।।
বাবাকে কখনো অবগ্যা করো না
বাবা যতই গরীব হোক
তার মত শক্ত হাত
এই পৃথিবীতে কারোর নেই।
বাবা সেই
যে রাতে খাবারের আগে
মাকে জিজ্ঞেস করে
বাচ্চারা খেয়েছে?
আমি ঘামতে দেখেছি
কিন্তু কাঁদতে দেখিনি,
তিনি হলেন আমার বাবা।
লাভ ইউ বাবা
হাজার অভাবে থেকেও
আমার ইচ্ছা গুলো
পূরণ করার জন্য।
বাবাই হলো একমাত্র রাজা
যার রাজত্বে সারাজীবন মেয়েরা
রাজকন্না হয়ে থাকে।
হুদয়টা আজও হাহাকার করে। কেন
তুমি চলে গেলে বহু দূরে
মেঘের ওপারে নেটওয়ার্ক থাকে না
তাই হয়তো বাবার কল৷ আশে না।
বাবা না থাকার কষ্টটা সেই বোঝে
যার বাবা নেই।
বাবার চেয়ে যদি কাউকে
লাগে বেশি ভাল,
জেনো তা ধোঁক।
মায়ের চেয়ে বেশি কাউকে
লাগে বেশি আপন,
জেনো তুমি বোকা।
পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?
মা-বাবার আদর।
সব চেয়ে কষ্ট কি জান?
মা-বাবার চোখের জল।
সব চেয়ে অমুল্য রতন কি জান?
মা-বাবার ভালোবাসা।।
যখনি পিছন ফিরে তাকাবেন
দেখবেন শুধু বাবা-মাই আছে
আর কোন সম্পর্কের গ্যারান্টি নেই
শুধু বাবা-মাই তার সন্তানকে
ছেড়ে যেতে পারে না।
থাকিতে পিতা মাতা
করিও যতন,
হারাইলে বুঝবে সেদিন
হায়রেছো কি রতন।
বাবা-মা এক পৃথিবীর
শেষ্ঠ ভালবাসার নাম।
যেটা হারিয়ে গেলে বোঝা যায়
পৃথিবীতে কত ধরনের
মিথ্যে ভালোবাসা রয়েছে।
হাসপাতালে গিয়ে পড়ে থাকলে
দেখতে পাবেন মা-বাবা ছাড়া
কেউ আপনার পাশে নেই।
বিয়ে বাড়ি গিয়ে কখনো খাবার
নিয়ে সমালোচনা করবেন না
কারণ ওই দিন কোন বাবা
তার সারাজীবনের সঞ্চয়
আপনাদের খাইয়ে দেন।।
বাবাকে কখনো অবগ্যা করো না
বাবা যতই গরীব হোক
তার মত শক্ত হাত
এই পৃথিবীতে কারোর নেই।
বাবা সেই
যে রাতে খাবারের আগে
মাকে জিজ্ঞেস করে
বাচ্চারা খেয়েছে?
আমি ঘামতে দেখেছি
কিন্তু কাঁদতে দেখিনি,
তিনি হলেন আমার বাবা।
লাভ ইউ বাবা
হাজার অভাবে থেকেও
আমার ইচ্ছা গুলো
পূরণ করার জন্য।
বাবাই হলো একমাত্র রাজা
যার রাজত্বে সারাজীবন মেয়েরা
রাজকন্না হয়ে থাকে।
মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
বাবা তোমাকে একটি বার দেখার জন্যহুদয়টা আজও হাহাকার করে। কেন
তুমি চলে গেলে বহু দূরে
মেঘের ওপারে নেটওয়ার্ক থাকে না
তাই হয়তো বাবার কল৷ আশে না।
বাবা না থাকার কষ্টটা সেই বোঝে
যার বাবা নেই।
মা নিয়ে স্ট্যাটাস
অনেক পারফিউম আসবে যাবে
কিন্তু মায়ের আঁচলের সেই সুবাস
একি থাকবে।
মাকে বলে দিও
তার সন্তান বড় হয়নি,
আজও ব্যাথা পেলে
মাগো বলে কেঁদে ওঠে।
মা, তুমিই পৃথিবীর সেরা ডাক্তার
চেহারা দেখে বলে দিতে পারো
কি হয়েছে।
কিছু কিছু মেয়েদের
মেকাপ ছাড়ায় সুন্দর লাগে
যেমন আমার - মা।
আমার প্রথম স্পর্শ "মা"
আমার প্রথম পাওয়া "মা"
আমার প্রথম শব্দ "মা"
আমার প্রথম দেখা "মা"
আমার প্রথম স্বর্গ "মা"।
ভালোবাসার কষ্টের ফেসবুক স্ট্যাটাস
মা,একফোঁটা জলও পান করেনা,
কিন্তু মায়ের কখনো কিছু হলে
সেটা কাউকেই জানতে দেন না।
মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা।
সামনে যত ভয়ঙ্কর কিছু আসুক না কেন, মা
ঠিক তার সন্তানকে আগলে রাখে।
কাঁটা চামচ দিয়ে যতই
চাইনিজ খাউনা কেন
মায়ের হাতের একমুঠো
ভাত খাওয়ার মজাই আলাদা।
মরে গেলে একদিন সবাই ভুলে যাবে
কিন্তু একজন কোন দিন ভুলতে পারবে না।
তিনি হলেন আমার গর্ভধারীনি মা।
আমার মা ইংরেজি ভাল পড়তে না,পারলেও
আমার প্রথম ABCD মার কাছেই শেখা।
মা মানে নিজে না খেয়ে
সন্তানের জন্য তুলে রাখা।
মাকে বলে দিও
তার সন্তান বড় হয়নি,
আজও ব্যাথা পেলে
মাগো বলে কেঁদে ওঠে।
মা, তুমিই পৃথিবীর সেরা ডাক্তার
চেহারা দেখে বলে দিতে পারো
কি হয়েছে।
কিছু কিছু মেয়েদের
মেকাপ ছাড়ায় সুন্দর লাগে
যেমন আমার - মা।
আমার প্রথম স্পর্শ "মা"
আমার প্রথম পাওয়া "মা"
আমার প্রথম শব্দ "মা"
আমার প্রথম দেখা "মা"
আমার প্রথম স্বর্গ "মা"।
ভালোবাসার কষ্টের ফেসবুক স্ট্যাটাস
মাকে নিয়ে বাংলা স্ট্যাটাস
আমাদের একটু মাথা ব্যাথা করলেওমা,একফোঁটা জলও পান করেনা,
কিন্তু মায়ের কখনো কিছু হলে
সেটা কাউকেই জানতে দেন না।
মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা।
সামনে যত ভয়ঙ্কর কিছু আসুক না কেন, মা
ঠিক তার সন্তানকে আগলে রাখে।
কাঁটা চামচ দিয়ে যতই
চাইনিজ খাউনা কেন
মায়ের হাতের একমুঠো
ভাত খাওয়ার মজাই আলাদা।
মরে গেলে একদিন সবাই ভুলে যাবে
কিন্তু একজন কোন দিন ভুলতে পারবে না।
তিনি হলেন আমার গর্ভধারীনি মা।
আমার মা ইংরেজি ভাল পড়তে না,পারলেও
আমার প্রথম ABCD মার কাছেই শেখা।
মা মানে নিজে না খেয়ে
সন্তানের জন্য তুলে রাখা।
মাকে নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস
আমার মনে করে,
আমি পৃথিবীর একমাত্র মানুষ
যে সারাদিন মোবাইল টিপি।
বাড়িতে ডাকাত পড়েছে।
আমি- আমার কাছে কিছুই নেই।
মা- ওর বালিশের তলায় মোবাইল আছে।
সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক
৩৬৫ দিনিই যে মানুষটা রান্না করে
আমাদের মুখে খাবার তুলে দেন।
তিনিই হচ্ছেন আমাদের মমতাময়ী মা।
যার কোন তুলনা হয় না।
আমি পৃথিবীর একমাত্র মানুষ
যে সারাদিন মোবাইল টিপি।
বাড়িতে ডাকাত পড়েছে।
আমি- আমার কাছে কিছুই নেই।
মা- ওর বালিশের তলায় মোবাইল আছে।
সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক
৩৬৫ দিনিই যে মানুষটা রান্না করে
আমাদের মুখে খাবার তুলে দেন।
তিনিই হচ্ছেন আমাদের মমতাময়ী মা।
যার কোন তুলনা হয় না।
মা বাবাকে নিয়ে বাংলা ফেসবুক স্ট্যাটাস
বাবার চেয়ে যদি কাউকে
লাগে বেশি ভাল,
জেনো তা ধোঁক।
মায়ের চেয়ে বেশি কাউকে
লাগে বেশি আপন,
জেনো তুমি বোকা।
পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?
মা-বাবার আদর।
সব চেয়ে কষ্ট কি জান?
মা-বাবার চোখের জল।
সব চেয়ে অমুল্য রতন কি জান?
মা-বাবার ভালোবাসা।।
যখনি পিছন ফিরে তাকাবেন
দেখবেন শুধু বাবা-মাই আছে
আর কোন সম্পর্কের গ্যারান্টি নেই
শুধু বাবা-মাই তার সন্তানকে
ছেড়ে যেতে পারে না।
থাকিতে পিতা মাতা
করিও যতন,
হারাইলে বুঝবে সেদিন
হায়রেছো কি রতন।
বাবা-মা এক পৃথিবীর
শেষ্ঠ ভালবাসার নাম।
যেটা হারিয়ে গেলে বোঝা যায়
পৃথিবীতে কত ধরনের
মিথ্যে ভালোবাসা রয়েছে।
হাসপাতালে গিয়ে পড়ে থাকলে
দেখতে পাবেন মা-বাবা ছাড়া
কেউ আপনার পাশে নেই।
- মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
- বাবার ভালোবাসা
- বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস
- বাবা দিবস নিয়ে স্ট্যাটাস
- মা নিয়ে স্ট্যাটাস
- মা বাবা নিয়ে স্ট্যাটাস
- মা বাবাকে নিয়ে স্ট্যাটাস
- মৃত মাকে নিয়ে স্ট্যাটাস
- মাকে নিয়ে বাংলা স্ট্যাটাস
- মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
- মা বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বাবা মাকে নিয়ে 50 plus বাংলা ফেসবুক স্ট্যাটাস সকলের ভালো লাগবে
Reviewed by Santosh Mondal
on
January 25, 2020
Rating:

No comments: