হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। বন্ধুরা যখন আমরা Blogspot ব্লগে Blog তৈরি করি তখন আমাদের ব্লগে কিছু gadgets অটোমেটিক শো করে যার মধ্যে একটা হলো Powered By Blogger এটা আমাদের ব্লগের একদম ফুটারে দেখা যায়। যার ফলে আমাদের ব্লগ প্রফেশনাল ওয়েবসাইট বলে মনে হয় না। আর এটা রিমুভও করা যায় না।
ব্লগস্পট ব্লগে Powered By Blogger থাকলে আমাদের ব্লগ প্রফেশনাল ওয়েবসাইট বলে মনে হয় না। এর ফলে আমরা অনেক সময় আমাদের ভিজিটরও হারাতে পারি তারা বুঝে যায় এটা ফ্রি ব্লগে তৈরি সাইট। কিন্তু আমরা যদি Blogger ব্লগের থিম না ব্যবহার করে অন্য কোন ওয়েবসাইট থেকে থিম নিয়ে ব্যবহার করি তবে অটোমেটিক Powered by blogger রিমুভ হয়ে যায়।
এবার এমন অনেক নতুন ব্লগার আছেন যারা জানেন না blogger ব্লগের জন্য কেমন থিম প্রয়োজন। আর থিম কোথা থেকে ডাউনলোড করবো তাই আপনার জন্য এখানে আমি টপ ৫ টা ব্লগার থিম ডাউনলোড ওয়েবসাইটের লিস্ট দিয়েছি যেখান থেকে আপনি প্রিমিয়াম বা ফ্রি রেসপসিপ এসসিও রেডি ও মোবাইল ফ্রেন্ডলি ব্লগার থিম ডাউনলোড করতে পারবেন।
ব্লগার থিম ডাউনলোড করার পরে সেটা জিপ ফাইলে থাকে। bloggee ব্লগে জিপ ফাইল আপলোড করা যায় না তাই zip file থিম xml করার পরে আপনি আপনার থিম ব্লগে আপলোড করতে পারবেন। যদি আপনার না জানা থাকে zip file কিভাবে xml করে ব্লগে থিম আপলোড করবেন এই পোস্টটা দেখতে পারেন এখানে মোবাইল দিয়ে কিভাবে জিপ ফাইল আনজিপ করে ব্লগে থিম আপলোড করতে হয় বিস্তারিত ভাবে বলা আছে।
এরপরেও যদি আপনি এমন কোন ব্লগার থিম পছন্দ করেন যাতে Powered By Blogger আছে আর আপনি সেটা রিমুভ করতে চান তবে নিচের স্টেপ ফলো করুন।
Also Read:গুগল সার্চইঞ্জিনে ওয়েবসাইট কিভাবে সাবমিট করে
Also Read:ব্লগে লিখে আয় করার জন্য টপ ৫ এড নেটওয়ার্ক
Aldo Read: www ছাড়া ওয়েবসাইট ওপেন কিভাবে করবেন
১) এখান থেকে Layout ক্লিক করুন।
২) একদম নিচে ডান দিকে কোনে দেখুন Attribution আছে তার পাশে পেনসিলে ক্লিক করুন।
step:2- এখানে Remove করার কোন অপশান নেই তার মানে এটা ব্লক করা আছে আমাদের আনব্লক করতে হবে। তার জন্য আবার চপনার ব্লগের হোম পেজে চলে আসুন।
step:3- এখান থেকে Theme ক্লিক করুন তারপর Edit HTML
step:4-
১) এবার ওপরে দেখুন jump to widget এখানে ক্লিক করুন।
২) এবার একটা লিস্ট আসবে এখান থেকে Attribution1 ক্লিক করুন।
step:5 এখানে দেখুন attribution [ locked='true' ] আছে এর জায়গায় আপনাকে lockes='false' করে Save theme ক্লিক করে সেভ করে দিতে হবে।
step:6- এবার আবার আগের মতো Layout >> Attribution ক্লিক করুন।
step:7- এখন দেখুন এখানে Remove অপশান চলে এসেছে এটাকে রিভুব করে সেভ করে দিন। আর আপনার ব্লগে দেখে নিন এখন আর Powered by blogger নেই।
Also Read:ব্লগের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন
Also Read:ব্লগের জন্য জরুরি পেজ গুলো কিভাবে বানাবেন
ব্লগস্পট ব্লগে Powered By Blogger থাকলে আমাদের ব্লগ প্রফেশনাল ওয়েবসাইট বলে মনে হয় না। এর ফলে আমরা অনেক সময় আমাদের ভিজিটরও হারাতে পারি তারা বুঝে যায় এটা ফ্রি ব্লগে তৈরি সাইট। কিন্তু আমরা যদি Blogger ব্লগের থিম না ব্যবহার করে অন্য কোন ওয়েবসাইট থেকে থিম নিয়ে ব্যবহার করি তবে অটোমেটিক Powered by blogger রিমুভ হয়ে যায়।
এবার এমন অনেক নতুন ব্লগার আছেন যারা জানেন না blogger ব্লগের জন্য কেমন থিম প্রয়োজন। আর থিম কোথা থেকে ডাউনলোড করবো তাই আপনার জন্য এখানে আমি টপ ৫ টা ব্লগার থিম ডাউনলোড ওয়েবসাইটের লিস্ট দিয়েছি যেখান থেকে আপনি প্রিমিয়াম বা ফ্রি রেসপসিপ এসসিও রেডি ও মোবাইল ফ্রেন্ডলি ব্লগার থিম ডাউনলোড করতে পারবেন।
ব্লগার থিম ডাউনলোড করার পরে সেটা জিপ ফাইলে থাকে। bloggee ব্লগে জিপ ফাইল আপলোড করা যায় না তাই zip file থিম xml করার পরে আপনি আপনার থিম ব্লগে আপলোড করতে পারবেন। যদি আপনার না জানা থাকে zip file কিভাবে xml করে ব্লগে থিম আপলোড করবেন এই পোস্টটা দেখতে পারেন এখানে মোবাইল দিয়ে কিভাবে জিপ ফাইল আনজিপ করে ব্লগে থিম আপলোড করতে হয় বিস্তারিত ভাবে বলা আছে।
এরপরেও যদি আপনি এমন কোন ব্লগার থিম পছন্দ করেন যাতে Powered By Blogger আছে আর আপনি সেটা রিমুভ করতে চান তবে নিচের স্টেপ ফলো করুন।
![]() |
Powered By Blogger |
Also Read:ব্লগে লিখে আয় করার জন্য টপ ৫ এড নেটওয়ার্ক
Powered By Blogger কি ?
Powered By Blogger এর মানে আমাদের ব্লগ blogger.com এ তৈরি করা এটা ক্রেডিট দেওয়া থাকে। আমাদের ব্লগে Powered By Blogger থাকলে ব্লগ ওয়েবসাইটের মতো দেখতে হয় না।
ব্লগার গুগলের একটা ফ্রি টুল যেখানে আমরা আমাদের জানা অজানা নানান তথ্য সকলের কাছে শেয়ার করতে পারি। আমাদের ব্লগে আর্টিকেল লিখে অনলাইনে আয় করতে পারি তাই আমাদের ব্লগ থেকে Powered By Blogger Remove/Hide করে ব্লগকে ওয়েবসাইটের মতো লুক দেওয়া দরকার।
Powered By Blogger কেন Remove/Hide করা জরুরি ?
যতই ভালো আর্টিকেল আমরা আমাদের ব্লগে লিখিনা কেন যখন আমাদের ব্লগে কোন ভিজিটর আসবে আর সে Powered by blogger দেখতে পাবে সে বুঝে যাবে এটা কোন ওয়েবসাইট না এটা blogger.com থেকে তৈরি করা ফ্রি ব্লগ আর আমাদের ব্লগের পতি সে বেশি আকর্ষণ দেখায় না ফলে আমাদের ব্লগের ভালো ভিজিটরের সংখ্যা কমে যেতে পারে তাই ব্লগস্পটে ফ্রি ব্লগ তৈরি করার পর সবার প্রথমে আমাদের Powered By Blogger রিমুভ বা ডিলেট করা দরকার।
Also Read:ফ্রি ব্লগে গুগল এডসেন্স নেওয়ার সহজ উপায় Aldo Read: www ছাড়া ওয়েবসাইট ওপেন কিভাবে করবেন
Blogger ব্লগ থেকে Powered By Blogger কিভাবে Remove, Delete বা Hide করতে হয়। Powered By Blogger কিভাবে সরাবেন css কোড ব্যবহার করে।
Method-1
step:1- প্রথমে blogger.com আপনার হোম পেজে চলে যান ।১) এখান থেকে Layout ক্লিক করুন।
২) একদম নিচে ডান দিকে কোনে দেখুন Attribution আছে তার পাশে পেনসিলে ক্লিক করুন।
step:2- এখানে Remove করার কোন অপশান নেই তার মানে এটা ব্লক করা আছে আমাদের আনব্লক করতে হবে। তার জন্য আবার চপনার ব্লগের হোম পেজে চলে আসুন।
step:3- এখান থেকে Theme ক্লিক করুন তারপর Edit HTML
step:4-
১) এবার ওপরে দেখুন jump to widget এখানে ক্লিক করুন।
২) এবার একটা লিস্ট আসবে এখান থেকে Attribution1 ক্লিক করুন।
step:5 এখানে দেখুন attribution [ locked='true' ] আছে এর জায়গায় আপনাকে lockes='false' করে Save theme ক্লিক করে সেভ করে দিতে হবে।
step:6- এবার আবার আগের মতো Layout >> Attribution ক্লিক করুন।
step:7- এখন দেখুন এখানে Remove অপশান চলে এসেছে এটাকে রিভুব করে সেভ করে দিন। আর আপনার ব্লগে দেখে নিন এখন আর Powered by blogger নেই।
Also Read:ব্লগের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন
Also Read:ব্লগের জন্য জরুরি পেজ গুলো কিভাবে বানাবেন
Blogger ব্লগ থেকে Powered By Blogger কিভাবে Remove, Delete বা Hide করতে হয়। Powered By Blogger কিভাবে সরাবেন।
Method-2
step:1- প্রথমে আপনার blogger হোম পেজ থেকে Theme >> Customize ক্লিক করুন।
step:2- এবারে যেই পেজটা খুলবে এখান থেকে Advance >> Add css ক্লিক করুন।
একটা খালি বক্স আসবে সেখানে #Attribution1{display:none;} এই কোডটা দিয়ে apply to blog ক্লিক করুন। তার পর আপনার ব্লগ চেক করে নিন Powered by blogger রিমুভ হয়ে গেছে।
Also Read:ব্লগের জন্য মেটা ট্যাগ কোড কিভাবে তৈরি করে
Also Read:গুগল এনালাইটিক্স কি? এবং কিভাবে ব্যবহার করে?
step:2- এবারে যেই পেজটা খুলবে এখান থেকে Advance >> Add css ক্লিক করুন।
একটা খালি বক্স আসবে সেখানে #Attribution1{display:none;} এই কোডটা দিয়ে apply to blog ক্লিক করুন। তার পর আপনার ব্লগ চেক করে নিন Powered by blogger রিমুভ হয়ে গেছে।
Also Read:ব্লগের জন্য মেটা ট্যাগ কোড কিভাবে তৈরি করে
Also Read:গুগল এনালাইটিক্স কি? এবং কিভাবে ব্যবহার করে?
শেষ কথা
তাহলে বন্ধুরা এই পোস্টে আমরা ২ টো মিথড জানলাম ব্লগস্পট ব্লগ থেকে powered by blogger কিভাবে রিমুভ করে।আশা করি এই পোস্ট দেখার পরে আপনার ব্লগ থেকে সহজেই ব্লগার ক্রেডিট রিমুভ করতে পারবেন। তবু যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পোস্ট ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
Blogger ব্লগ থেকে Powered By Blogger কিভাবে Remove, Delete বা Hide করতে হয়
Reviewed by Santosh Mondal
on
September 08, 2019
Rating:

No comments: