হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যখন আমরা ব্রাউজারে কোন ওয়েবসাইটে জায় সেই ব্রাউজারের কোনে লিংকের বাঁমদিকে একটা ছোট ছবি মত দেখা যায় এটাকে আমরা সেই ব্লগের Favicon বলে থাকি। এটা হচ্ছে ব্লগের চিহ্ন এটা থাকলে যেকেউ সহজে ব্লগ এবং ব্লগের বিষয় বুঝে যায়। তাই আজ আমরা জানবো Blogger ব্লগের জন্য Favicon Icon কিভাবে তৈরি করবো ও পাল্টাব একটা প্রফেশনাল ব্লগ তৈরি করতে অবশ্যই ব্লগের Favicon Icon পরিবর্তন করা জরুরি এটা সার্চ ইঞ্জিনও পছন্দ করে আর ভিজিটরের ও বুঝতে সুবিধা হয় ব্রাউজারে অনেক গুলো ওয়েবসাইটের মধ্যে থেকে সহজে ভিজিটর আমাদের ওয়েবসাইটের Favicon Icon দেখে আমাদের ব্লগ বুঝতে পারে।
![]() |
Blogspot Favicon Change |
Blog Favicon কি? এবং এটা পরিবর্তন করা কেন জরুরি?
ব্লগ Favicon আমাদের ওয়েবসাইটের একটা চিহ্ন এটা ব্লগের LOGO মত কাজ করে যেটা ব্রাউজারের কোণে অথবা হোম পেজে দেখা যায়। সবার থেকে একটু আলাদা ব্লগ দেখানোর জন্য ব্লগে Favicon পরিবর্তন করা জরুরি এতে নতুন ভিজিটর সহজেই আপনার আইকন দেখে আপনার ব্লগ চিন্তে ও মনে রাখতে পারবে যেমন ফেসবুকের Favicon F এবং Pinterest এর Favicon P এবার আশা করি বুঝতে পেরেছেন যেমনটা এদের Favicon Icon দেখলেই যেকেউ সহজেই চিন্তে পারে। ঠিক একই ভাবে আপনিও আপনার ব্লগের জন্য সুন্দর একটা Favicon Icon তৈরি করে আপনার ব্লগের Favicon পরিবর্তন করতে পারেন।
Step:1- Blogspot ব্লগের জন্য Favicon Icon তৈরি করতে প্রথমে roundpic.com সাইটে চলে যান।
step:2- আপনার ছবি আপলোড হয়ে গেলে নতুন পেজ খুলবে এখান
Blogspot ব্লগের জন্য Favicon Icon কিভাবে তৈরি করে
Favicon কেমন হয় জানার পর এবার নিশ্চয়ই আপনার ব্লগের জন্যও আপনি Favicon তৈরি করতে চাইবেন। এটা আপনি যেকোন ওয়েবসাইট বা Photo shop কিংবা Pixart থেকেও করতে পারেন নিজে তৈরি করায় বেশি ভালো শুধু আপনাকে মনে রাখতে হবে Favicon Size (16×16)(32×32) আর (64×64) pixel হয় এর থেকে বরো হলে দেখতে খারাপ লাগে আর ওয়েবসাইট লোডিংও দেরিতে হতে পারে। এছাড়াও আপনি চাইলে ব্লগ ফেভিকনে নিজের ছবিও দিতে পারেন।
Step:1- Blogspot ব্লগের জন্য Favicon Icon তৈরি করতে প্রথমে roundpic.com সাইটে চলে যান।
- এবার এখানে ক্লিক করে যেই ছবিটা Favicon করতে চান আপনার মোবাইল থেকে সিলেক্ট করুন।
- এবার Round it ক্লিক করুন। এখান থেকে Favicon তৈরি করলে রাউন্ড হবে আর দেখতেও ভাল লাগবে।
step:2- আপনার ছবি আপলোড হয়ে গেলে নতুন পেজ খুলবে এখান
- এখান থেকে আপনি কেমন সাইজের Favicon চান সেটা লিখুন।
- এখান থেকে আপনার Favicon এর বেকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন।
- এরপর Round it ক্লিক করলেই Favicon তৈরি হয়ে যাবে।
- Download ক্লিক করে ডাউনলোড করে নিন।
Blogspot ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবো।
step:1- এখন আপনার Favicon তৈরি হয়ে গেছে এবার আমাদের ব্লগস্পট ব্লগের Favicon রিমুভ করে নিজের পারসোনাল Favicon যুক্ত করতে নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে blogger.com সাইটে চলে যান।লগইন না থাকলে করেনিন। এবার ব্লগার হোম পেজ থেকে Layout ক্লিক করুন।
- এখানে ওপরেই দেখতে পাবেন Favicon এর পাশে Edit লেখার ওপর ক্লিক করুন।
step:2-এবার একটা নতুন পেজ খুলবে এখানে আপনাকে Favicon আপলোড করতে হবে।
- প্রথমে Choose File ক্লিক করে আপনার Favicon সিলেক্ট করুন।
- আপলোড হয়ে গেলে Save ক্লিক করে সেভ করেনিন।
শেষ কথা
অবশেষে আমরা ব্লগের জন্য সুন্দর Favicon তৈরি করে আমাদের ব্লগে আপলোড দিতে সফল হলাম। এটা খুব কঠিন কাজ যদিও ছিলনা তবু কারোর ব্লগে Favicon আপলোড করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পোস্ট আপনার ভাল লাগলে কিংবা এমন ব্লগিং বিষয় আরও জানতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
Blogger ব্লগের জন্য Favicon Icon কিভাবে তৈরি করবো ও পরিবর্তন করবো
Reviewed by অপরূপ বাংলা
on
September 14, 2019
Rating:

No comments: