হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। আমরা যারা ব্লগিং করি বা ব্লগে লেখালিখি করি। সকলেই জানি Blogspot এমনি একটা প্লাটফর্ম যার সাহায্যে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। আপনার যদি জানা না থাকে ফ্রি ওয়েবসাইট ব্লগ কিভাবে তৈরি করে পোস্টটা দেখে আপনিও ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।
আমরা blogger থেকে যেই ওয়েবসাইটটা তৈরি করে থাকি এটা প্রফেশনাল ব্লগের মত দেখতে হয় না কারণ এর ডোমেইন নেম ঠিক এরকম হয় aparupbangla.blogspot.com আর এই এড্রেস আমরা কোন বন্ধু বা সোশ্যাল সাইডে শেয়ার করলে সকলেই বুঝে জাবে এটা একটা ফ্রি ব্লগ আর আমাদের ব্লগের পতি অতোটা আকর্ষণ হবে না। কিন্তু আমরা যদি blogspot সয়রে একটা ডোমেইন নেম ব্যবহার করি তবে এরকম দেখতে হবে aparupbangla.com বুঝতেই পারছেন কতোটা প্রফেশনাল আর এরকমন URL এড্রেস দেখলে ৯০% মানুষ বেশি আকর্ষণ হয়।
আজ আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়েয় শিখবো blogger ব্লগে blogspot সয়রে কাস্টমস ডোমেইন নেম কিভাবে যুক্ত করতে হয়। আসুন দেখে নেওয়া যাক।
আমরা blogger থেকে যেই ওয়েবসাইটটা তৈরি করে থাকি এটা প্রফেশনাল ব্লগের মত দেখতে হয় না কারণ এর ডোমেইন নেম ঠিক এরকম হয় aparupbangla.blogspot.com আর এই এড্রেস আমরা কোন বন্ধু বা সোশ্যাল সাইডে শেয়ার করলে সকলেই বুঝে জাবে এটা একটা ফ্রি ব্লগ আর আমাদের ব্লগের পতি অতোটা আকর্ষণ হবে না। কিন্তু আমরা যদি blogspot সয়রে একটা ডোমেইন নেম ব্যবহার করি তবে এরকম দেখতে হবে aparupbangla.com বুঝতেই পারছেন কতোটা প্রফেশনাল আর এরকমন URL এড্রেস দেখলে ৯০% মানুষ বেশি আকর্ষণ হয়।
![]() |
Domain Adding Blogger |
আজ আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়েয় শিখবো blogger ব্লগে blogspot সয়রে কাস্টমস ডোমেইন নেম কিভাবে যুক্ত করতে হয়। আসুন দেখে নেওয়া যাক।
blogspot রিমুভ করার জন্য কি কি প্রয়োজন
আপনি যদি ব্লগস্পট সয়রে আপনার ব্লগকে সুন্দর লুক দিতে চান তার জন্য দুটো জিনিস দরকার।
- blogger ব্লগে ফ্রি ব্লগ থাকতে হবে। যদি আপনার ব্লগ এখনো তৈরি না হয় তবে এখান থেকে ৫ মিনিটে ব্লগ তৈরি করুন।
- আর লাগবে একটা ডোমেইন নেম আশা করি আপনার কেনা হয়ে গেছে। যদি না কিনে থাকেন তবে Godaddy এবং Bigrock থেকে কিভাবে ডোমেইন কিনবেন পোস্টাটা দেখতে পারেন।
blogger ব্লগে blogspot সইরে কাস্টমস ডোমেইন নেম কিভাবে যোগ করবো
বন্ধুরা আমি godaddy থেকে ডোমেইন নিয়েছি তাই এখানে godaddy থেকেই দেখাবো আপনি অন্য জায়গা থেকে যদি ডোমেইন বাই করে থাকেন তবুও একই নিয়মে কাজ করবেন ওয়েবসাইট আলাদা কিন্তু নিয়ম একিই।
step:1- প্রথমে আপনি blogger.com এ যান এখান থেকে যেই ব্লগে ডোমেইন যুক্ত করতে চান সেই ব্লগের
step:2- এখানে আপনার Domain দিন যেটা যোগ করতে চান www অবশ্যই দেবেন যেমন আমি দিয়েছি।
এবার নিচে থেকে Save ক্লিক করুন।
step:3- এখানে Save ক্লিক করার পর ইরোর দেখাচ্ছে we have not been able to verify authority to this domain এর নিচে স্কিনসট অনুযায়ী ১-২ কোডটা কপি করে এটাকে এইভাবেই রেখে দিন।
step:4- এবার অন্য ব্রাউজারে আপনার Domain providers (আমি godaddy থেকে দেখাচ্ছি) ওয়েবসাইটে চলে যান।
আপনার প্রফাইল আইকনে ক্লিক করুন তার পর my product ক্লিক করুন।
এখানে আপনার ডোমেইন দেখতে পাবেন এখান থেকে DNS ক্লিক করুন।
Step:5- এবার একটা লিস্ট মত খুলবে নিচে থেকে ADD ক্লিক করুন।
step:6- এখান থেকে CNAME সিলেক্ট করুন।
step:7- এখানে আমাদের ব্লগে step:3 তে যেই রেকডটা দেখানো হয়েছে সেটা যোগ করতে হবে।
step:8- আবার আগের মত ADD ক্লিক করে CNAME সিলেক্ট করুন।
step:9- দুটো CNAME যুক্ত হয়ে যাওয়ার পর এরকম আসবে দেখে নেবেন ঠিকঠাক যোগ হয়েছে কি।
step:10- এবার আপনা ব্লগে এসে abc.com to www.abc.com এখানে √ দিয়ে নিচে থেকে Save করে দিন।
ফাইনাল আমাদের কাজ শেষ। এখন আপনার ব্লগে Domain যুক্ত হয়ে গেছে। ডোমেইন এক্টিভ হতে অনেক সময় ২৪ ঘন্টাও সময় লাগতে পারে। তারপর একবার আপনার ডোমেইন চেক করে দেখে নেবেন যদি না খোলে এর মানে আপনি কোথাও ভুল করেছেন সেটা ঠিক করে নেবেন।
- settings > Basic চলে যান।
- এখানে +set up a third-party URL for your blog ক্লিক করুন।
step:2- এখানে আপনার Domain দিন যেটা যোগ করতে চান www অবশ্যই দেবেন যেমন আমি দিয়েছি।
এবার নিচে থেকে Save ক্লিক করুন।
![]() |
Add caption |
step:3- এখানে Save ক্লিক করার পর ইরোর দেখাচ্ছে we have not been able to verify authority to this domain এর নিচে স্কিনসট অনুযায়ী ১-২ কোডটা কপি করে এটাকে এইভাবেই রেখে দিন।
step:4- এবার অন্য ব্রাউজারে আপনার Domain providers (আমি godaddy থেকে দেখাচ্ছি) ওয়েবসাইটে চলে যান।
আপনার প্রফাইল আইকনে ক্লিক করুন তার পর my product ক্লিক করুন।
এখানে আপনার ডোমেইন দেখতে পাবেন এখান থেকে DNS ক্লিক করুন।
Step:5- এবার একটা লিস্ট মত খুলবে নিচে থেকে ADD ক্লিক করুন।
step:6- এখান থেকে CNAME সিলেক্ট করুন।
step:7- এখানে আমাদের ব্লগে step:3 তে যেই রেকডটা দেখানো হয়েছে সেটা যোগ করতে হবে।
- এখানে Host* বক্স www দিন।
- Points to* এখানে ghs.google.com দিতে হবে।
- TTL* এটা 1 hour রেখে দিন।
- এবার Save করে দিন।
step:8- আবার আগের মত ADD ক্লিক করে CNAME সিলেক্ট করুন।
- Host* এখানে দ্বিতীয় আপনার ব্লগের বাঁমদিকে যে ছোট রেকর্ডটা আছে সেটা দিন।
- Points to* এখানে আপনার ব্লগের ডানদিকে যে বড়ো রেকর্ডটা ছিল সেটা দিন।
- TTL* এটা 1 hour রেখেদিন।
- এবার Save করে দিন।
step:9- দুটো CNAME যুক্ত হয়ে যাওয়ার পর এরকম আসবে দেখে নেবেন ঠিকঠাক যোগ হয়েছে কি।
step:10- এবার আপনা ব্লগে এসে abc.com to www.abc.com এখানে √ দিয়ে নিচে থেকে Save করে দিন।
ফাইনাল আমাদের কাজ শেষ। এখন আপনার ব্লগে Domain যুক্ত হয়ে গেছে। ডোমেইন এক্টিভ হতে অনেক সময় ২৪ ঘন্টাও সময় লাগতে পারে। তারপর একবার আপনার ডোমেইন চেক করে দেখে নেবেন যদি না খোলে এর মানে আপনি কোথাও ভুল করেছেন সেটা ঠিক করে নেবেন।
শেষ কথা
বন্ধুরা আশা করি কারোর ব্লগে ডোমেইন যোগ করতে কোন সমস্যা হবেনা এখানে আমি পুরো স্কিনসট সহ ভালোভাবে ডোমেইন যুক্ত করার প্রসেস বলে দিছি তবু যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা ডোমেইন যোগ করতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের পোস্ট আপনার ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ধন্যবাদ।
No comments