হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। আমরা কম বেশি সকলেই ফেসবুক ব্যবহার করি এবং আমরা ফেসবুকে নতুন কিছু পোস্ট বা ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক Bio নিজেদের প্রফাইলে দিতে চাই যাতে বন্ধুদের আমাদের প্রতি আলাদা রকম আকর্ষণ হয়। আপনি যদি এমনটা চান তবে এই পোস্ট শুধু মাত্র আপনার জন্য। এখানে আজ আমি অমেক সুন্দর সুন্দর বাছাই করা সেরা 50 plus ফেসবুক bio স্ট্যাটাস ফেসবুক Bio বাংলা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনাদের পছন্দ মত ফেসবুক Bio স্ট্যাটাস কপি করে আপনার প্রফাইলে ব্যবহার করতে পারেন।
ক্রাশ খাবো....
মুগ্ধ হবো.....
প্রেমেও পড়বো....
তবু বলবোনা ভালবাসি।
নিজের কষ্টের কথা
চোনার লোক অনেক আছে
কিন্তু বোঝার মত কেউ নেই।
মেয়েদের রাগানোর ফেসবুক স্ট্যাটাস
Bio দিয়ে কি হবে
একদিনতো মরেই জাবো।
আমি ধোঁয়া তুলসীপাতা নয়,
নিম পাতার মত তেঁতো,
কিন্তু উপকারী।
চোখের ঘুমটাতো সেই কেড়ে নিয়েছে
যে এক সময় বলতো,
অনেক রাত হয়েছে বাবু
এবার ঘুমিয়ে পড়ো।
চোখের নিচে কালো দাগের রহস্য
জানতে এসো না,
প্রেমে পড়ে যাবে।
আমি কি জিনিস,
জানলেই তুমি ফিনিস।
ইতি...কিউটের ডিব্বা
অনেক বছর কেটে গেল
দেখা নাইতো তার,
কোন শহরে থাকে এখন
আমার বাম পাঁজরের হাড়।
আমি দস্যি
আমি দুষ্টু
আমি দজ্জাল
আমি ঝগড়ুটে
সুতরাং আমার থেকে দূরে থাক।
কাউকে বোঝাতে পারবো না
আমি কেমন,
আমাকে জে যেমন মনে করে
আমি তার কাছে তেমন।
কিরে তুই আমার আইডিতে কেন
তোর আইডি নাই
যা ভাগ শালা।
এক হাতে চোখের পানি মোছা
আর এক হাতে ম্যাসেজ করার
কষ্টটা তুমি বুঝবে না।
অসাধারণ হতে চাই না
সাধারণি ঠিক আছি
কঠিন হলেও
বাস্তব কেই ভালবাসি
আমি সিঙ্গেল এতে কোন দুঃখ নেই
কিন্তু আমার হবু বৌ এখনো কি সিঙ্গেল
নাকি কারোর সাথে প্রেম করছে।
ফুচকা প্রেমি
আইসক্রিম প্রেমি
আর একজনের প্রেমিকা
হুম তুমিই সেই নাম।
আমার সাথে কথা বলতে চান
তবে দরজার বাইরে মুখোশটা খুলে আসুন।
আমার তেমন কোন গুণ নেই
যেটা লেখার মত,
আমি সর্বদা চেষ্টা করি
থাকতে সকলের মনের মতো।
বাংলা ভালোবাসা কষ্টের ফেসবুক স্ট্যাটাস
যেচে কথা বলি বলে
মূল্য হিন ভেবো না ।
আমাকে আমার মতো থাকতে দাউ
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
আমার প্রেমিক বিরিয়ানি
ফুচকা আমার ভালোবাসা
চকলেট আমার ইমোশনাল
ল্যাদ খাওয়া আমার ধর্ম।
মিম ভালবাসতে ভালবাসতে
জীবনটাই কখন মিম হয়ে গেছে
সেটা ধরতে পারিনি।
অনেক মন খারাপের মধ্যে দিয়েও
শুধু বেঁচে আছি তোর অপেক্ষায় ।
সুখ আর দুঃখ এই দুটোকে
এডজাস্ট করার নামি জীবন।
জানি স্বপ্ন সত্যি হয় না
তবুও মন যে মানতে চায় না।
আজ আমি দেখতে খারাপ বলে
আমাকে কেউ একটুও ভালবাসে না।
এখন কেউ I Love You বললে
তাকে খুব বলতে ইচ্ছে করে
কত দিনের জন্য অভিনয় করতে চাও।
কিছু মানুষ কোন দিন
কারোর প্রিয় হতে পারে না,
যেমন আমি।
কোন অহংকার নেই
তবে আত্মসম্মান টা
একটু বেশিই আছে।
ভাগ্য করে দু চারটে বন্ধু পেয়েছি
তাদের সাথেই দিনটা
ভাল করে কেটে যায়।
সত্যি তোর ভালবসাটা দারুন ছিল
হঠাৎ শুরু হলো হঠাৎ শেষ।
একা থাকাটা শিখে গেছি
এখন শুধু ভালো থাকাটা
শিখে নিতে হবে।
আমার তেমন কোন ইচ্ছে নেই
শুধু মায়ের জন্য একটা বৌমা চায়।
![]() |
Facebook Bio Status |
রোমান্টিক এবং মজাদার 50 Plus বাছাই করা ফেসবুক bio বাংলা স্ট্যাটাস শেয়ার করে মজা নিন
একা থাকতে পারি
তবে মাঝে মাঝে,
খুব বেশি একা লাগে।
জীবনে ভাল থাকার জন্য
হাসিটার খুব প্রয়োজন,
হোকনা সেটা অভিনয়।
আমি বয়স দেখে সন্মান করি না
আমি আচরণ দেখে সন্মান করি,
আপনার ব্যবহার আপনার পরিচয়।
ফেসবুকে মেয়ে পটানোর গোপন কৌশল
কারোর জন্য আশা করি না
কারণ নতুন মানুষ পাশে পেলে
সবাই আমাকে ভুলে যাবে।
আমি হত্যা কারি
আমার স্বপ্ন গুলোকে
প্রতিদিন ফেসবুকে
হত্যা করি।
নিজের আঘাত গুলো
কাউকে দেখাতে চায় না,
জানি আজকাল সবাই
লবণ নিয়ে ঘোরে।
কারো জন্য নয়,
নিজের জন্য
পারফেক্ট আমি।
যেটা চাই সেটা পাই না
যেটা চাই না সেটাই পাই
হুম এটাই আমার কপাল
আঘাতটা সেখানেই পেয়েছি
যেখানে তোমাকে রেখেছিলাম
তোমার প্রেমে অন্ধ হতে চায়।
কিন্তু ভয় লাগে,
যদি তুমি ভিক্ষা করতে পাঠিয়ে দাও।
তবে মাঝে মাঝে,
খুব বেশি একা লাগে।
জীবনে ভাল থাকার জন্য
হাসিটার খুব প্রয়োজন,
হোকনা সেটা অভিনয়।
আমি বয়স দেখে সন্মান করি না
আমি আচরণ দেখে সন্মান করি,
আপনার ব্যবহার আপনার পরিচয়।
ফেসবুকে মেয়ে পটানোর গোপন কৌশল
কারোর জন্য আশা করি না
কারণ নতুন মানুষ পাশে পেলে
সবাই আমাকে ভুলে যাবে।
আমি হত্যা কারি
আমার স্বপ্ন গুলোকে
প্রতিদিন ফেসবুকে
হত্যা করি।
নিজের আঘাত গুলো
কাউকে দেখাতে চায় না,
জানি আজকাল সবাই
লবণ নিয়ে ঘোরে।
কারো জন্য নয়,
নিজের জন্য
পারফেক্ট আমি।
যেটা চাই সেটা পাই না
যেটা চাই না সেটাই পাই
হুম এটাই আমার কপাল
আঘাতটা সেখানেই পেয়েছি
যেখানে তোমাকে রেখেছিলাম
তোমার প্রেমে অন্ধ হতে চায়।
কিন্তু ভয় লাগে,
যদি তুমি ভিক্ষা করতে পাঠিয়ে দাও।
মুগ্ধ হবো.....
প্রেমেও পড়বো....
তবু বলবোনা ভালবাসি।
নিজের কষ্টের কথা
চোনার লোক অনেক আছে
কিন্তু বোঝার মত কেউ নেই।
মেয়েদের রাগানোর ফেসবুক স্ট্যাটাস
Bio দিয়ে কি হবে
একদিনতো মরেই জাবো।
আমি ধোঁয়া তুলসীপাতা নয়,
নিম পাতার মত তেঁতো,
কিন্তু উপকারী।
চোখের ঘুমটাতো সেই কেড়ে নিয়েছে
যে এক সময় বলতো,
অনেক রাত হয়েছে বাবু
এবার ঘুমিয়ে পড়ো।
চোখের নিচে কালো দাগের রহস্য
জানতে এসো না,
প্রেমে পড়ে যাবে।
আমি কি জিনিস,
জানলেই তুমি ফিনিস।
ইতি...কিউটের ডিব্বা
অনেক বছর কেটে গেল
দেখা নাইতো তার,
কোন শহরে থাকে এখন
আমার বাম পাঁজরের হাড়।
আমি দস্যি
আমি দুষ্টু
আমি দজ্জাল
আমি ঝগড়ুটে
সুতরাং আমার থেকে দূরে থাক।
কাউকে বোঝাতে পারবো না
আমি কেমন,
আমাকে জে যেমন মনে করে
আমি তার কাছে তেমন।
কিরে তুই আমার আইডিতে কেন
তোর আইডি নাই
যা ভাগ শালা।
এক হাতে চোখের পানি মোছা
আর এক হাতে ম্যাসেজ করার
কষ্টটা তুমি বুঝবে না।
অসাধারণ হতে চাই না
সাধারণি ঠিক আছি
কঠিন হলেও
বাস্তব কেই ভালবাসি
আমি সিঙ্গেল এতে কোন দুঃখ নেই
কিন্তু আমার হবু বৌ এখনো কি সিঙ্গেল
নাকি কারোর সাথে প্রেম করছে।
ফুচকা প্রেমি
আইসক্রিম প্রেমি
আর একজনের প্রেমিকা
হুম তুমিই সেই নাম।
আমার সাথে কথা বলতে চান
তবে দরজার বাইরে মুখোশটা খুলে আসুন।
আমার তেমন কোন গুণ নেই
যেটা লেখার মত,
আমি সর্বদা চেষ্টা করি
থাকতে সকলের মনের মতো।
বাংলা ভালোবাসা কষ্টের ফেসবুক স্ট্যাটাস
যেচে কথা বলি বলে
মূল্য হিন ভেবো না ।
আমাকে আমার মতো থাকতে দাউ
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
আমার প্রেমিক বিরিয়ানি
ফুচকা আমার ভালোবাসা
চকলেট আমার ইমোশনাল
ল্যাদ খাওয়া আমার ধর্ম।
মিম ভালবাসতে ভালবাসতে
জীবনটাই কখন মিম হয়ে গেছে
সেটা ধরতে পারিনি।
অনেক মন খারাপের মধ্যে দিয়েও
শুধু বেঁচে আছি তোর অপেক্ষায় ।
সুখ আর দুঃখ এই দুটোকে
এডজাস্ট করার নামি জীবন।
জানি স্বপ্ন সত্যি হয় না
তবুও মন যে মানতে চায় না।
আজ আমি দেখতে খারাপ বলে
আমাকে কেউ একটুও ভালবাসে না।
এখন কেউ I Love You বললে
তাকে খুব বলতে ইচ্ছে করে
কত দিনের জন্য অভিনয় করতে চাও।
কিছু মানুষ কোন দিন
কারোর প্রিয় হতে পারে না,
যেমন আমি।
কোন অহংকার নেই
তবে আত্মসম্মান টা
একটু বেশিই আছে।
ভাগ্য করে দু চারটে বন্ধু পেয়েছি
তাদের সাথেই দিনটা
ভাল করে কেটে যায়।
সত্যি তোর ভালবসাটা দারুন ছিল
হঠাৎ শুরু হলো হঠাৎ শেষ।
একা থাকাটা শিখে গেছি
এখন শুধু ভালো থাকাটা
শিখে নিতে হবে।
আমার তেমন কোন ইচ্ছে নেই
শুধু মায়ের জন্য একটা বৌমা চায়।
শেষ কথা
বন্ধুরা অনেক খুঁজে খুঁজে শেরা 50 plus বাংলা Facebook Bio স্ট্যাটাস জোগাড় করেছি। এটা খুজতে গিয়ে আমায় ১০০০ টারও বেশি প্রফাইলে যেতে হয়েছে তাই বলছি এই ফেসবুক Bio গুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পোস্ট আপনার ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে সোশ্যাল সাইটে শেয়ার করবেন ধন্যবাদ।
Jos vai...
ReplyDeletenice
ReplyDeleteঅসাধারণ কপি করলাম ভাই
ReplyDeleteNice
Deleteঅসাধারন
ReplyDeleteKhub sundorhoice
ReplyDeleteDarun
ReplyDeletejust wow❤❤
ReplyDeleteFabulous 🙆
ReplyDeleteঅতি উত্তম
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete