আমরা জানবো গুগল এনালাইসিস কি? এবং কিভাবে ব্যবহার করবেন গুগল এনালাইসিস How to use google analytics in blogger যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন তবে নিশ্চয় Google analytics বিষয়ে শুনেছেন। এটা গুগলেরি একটা প্লাটফর্ম অনেক প্রফেশনাল ব্লগার নিউ ব্লগার এটা ব্যবহার করে।আমাদের ব্লগের সবথেকে প্রপেলার পোস্ট কোনটা? আমাদের ভিজিটর সবথেকে বেশি কোন পোস্ট পরে? আমাদের ভিজিটর কোন দেশ থেকে বেশি আসে? আমাদের ভিজিটর কতখ্যন আমাদের সাইডে থাকে এইসব খবর আমরা গুগল এনালাইটিক্স এর সাহায্যে জানতে পারি।
গুগল এনালাইসিস সাহায্যে কি কি জানতে পারি?
- আমাদের ব্লগে কতো ভিজিটর এক্টিভেট আছে।
- আমাদের ভিজিটর কোন পোস্টটা এখন পরছে
- আমাদের ভিজিটরের কোন দেশের।
- কোন বিষয় নিয়ে সে আমাদের সাইডে এসেছে।
- কোন ডিভাইশে এসেছে মোবাইল, ট্রাবলেট না ল্যাপটপ।
- কোন ব্রাউজার ব্যবহার করছে।
- আমাদের নতুন ট্রাফিক আর পুরানো ট্রাফিক কত?
- ভিজিটর মোট কত আছে।
- কোন পেজ কতবার দেখা হয়েছে।
Google Analytics একাউন্ট কিভাবে তৈরী করবো
STEP- 1: প্রথমে আপনি www.blogger.com গিয়ে লগইন করেনিন।
STEP-2: এবার এই ব্রাউজার দিয়েই Google Analytics সাইডে চলে চলে যান। Start For Free তে ক্লিক করুন।
STEP-3: এবার যে নতুন পেজ খুলবে এখানে আপনাকে Sign-up করতে বলা হবে ক্লিক করুন।
STEP-4: এবার যেপেজ খুলবে এখানে আপনার ব্লগের বিষয়ে উল্লেখ করতে হবে।
STEP-3: এবার যে নতুন পেজ খুলবে এখানে আপনাকে Sign-up করতে বলা হবে ক্লিক করুন।
STEP-4: এবার যেপেজ খুলবে এখানে আপনার ব্লগের বিষয়ে উল্লেখ করতে হবে।
- এখানে আপনার নাম দিন।
- এখানে আপনার ব্লগের নাম।
- এখানে আপনার ব্লগের লিংক (url)
- এখানে কেটাগরি কোন বিষয় আপনার ব্লগ। (রিলেটেড কিছু না পেলে Others দিতে পারেন)।
- আপনি কোন দেশ থেকে ব্লগ চালান সিলেক্ট করুন।
- নিচের সব গুলো [√] টিক করে দিন।আগে থেকে করা থাকলে ছেড়ে দিন।
- এবার Get Tracking I'd তে ক্লিক করুন।
STEP-5: এখানে আপনার দেশ সঙ্গে সিলেক্ট করুন।
- টার্মসটা পরে √ টিক করে দিন।
- I Accept ক্লিক করুন।
STEP-6: এবার আপনার কাছে এনালাইটিক্স কোড শো করবে।
Google Analytics এ আপনার ভিউ কিভাবে দেখবেন?
- আবার https://google.com/analytics এ চলে যান।
- Overview > Real-time এখানে দেখতে পাবেন আপনার সাইডে কতজন ওন আছে।কোথা থেকে আসছে কি ব্যবহার করছে মোবাইল না কম্পিউটার। যেমন আমারটা দেখছেন আমার সাইডে এখন ১৩৮ জন এক্টিভেট মেমবার আছে।
শেষ কথা
আপনার Google Analytics Account তৈরী ও ব্লগে সাবমিট হয়ে গেছে। আশা করি আমাদের পোস্ট আপদের ভাল লেগেছে। ব্লগিয় বিষয়ে আরও জানতে আমাদের সাথে থাকুন আর কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন ধন্যবাদ।
গুগল analytics কি? এবং কিভাবে ব্যবহার করবেন গুগল এনালাইটিক্স
Reviewed by Santosh Mondal
on
July 12, 2019
Rating:

No comments: