নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। আমরা আগের দিন জেনেছি আমাদের ওয়েবসাইট কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করে। আজ আমরা জানবো ওয়েবসাইট কিভাবে বিং সার্চ ইঞ্জিনে সাবমিট করে। Bing Webmaster tools ও অনেক বড় সার্চ ইঞ্জিন Google এর মতো।এটা ফ্আরী সার্চ ইঞ্জিন মাইক্রসফট কম্পানি চালু করেছে। গুগলে যা ফিচার পায় Bing তার থেকে বেশি আছে এছাড়াও এখান থেকে আপনি Keywords Research করতে পারেন। Bing ওয়েবমাস্টারে আপনার ওয়েবসাইট সাবমিট করলে বিং ছাড়াও Yahoo Search Engines এ আপনার ওয়েবসাইট দেখাবে। এর জন্য আলাদা কোথাও সাইট সাবমিট করতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক।
লগিন করার পর Add a Site ক্লিক করুন।
এবার যে পেজ খুলবে এখানে আপনাকে আপনার ওয়েবসাইট ভেরিফাই করতে বলা হয়েছে।
এর জন্য ৩ টে ওপশান আছে।আপনি ২ নংটা বেছে নিন কারণ এটা তারাতাড়ি ভেরিফাই করে
Copy And Past a<Meta> Tag In your default page way ককোডটা কপি করুন।
এবার আপনার ব্লগের Dashboard এ চলে যান।
আবার Bing Webmaster tools এ চলে যান আর যেটা ভেরিফাই করলেন তার তলায় Save ওপশানে ক্লিক করুন বেশ কাজ শেষ। আপনার ওয়েবসাইট বিং ওয়েবমাস্টারে সাবমিট হয়ে গেছে।
Also Read Fix 404 Error Message
এখান থেকে আপনি আপনার সাইডের সমস্ত কিছু দেখতে পারেন। আশা করি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়নি। তবুও যদি কোন সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
বিং ওয়েবমাস্টার টুলে ওয়েবসাইট কিভাবে সাবমিট করে| How to Submit Website Bing Webmaster tools
প্রথমে Bing Webmaster Tools এ চলে যান। এখানে আপনি ৩ টে ওপশান পাবেন। Microsoft, Facebook আর Google যেকোন ভাবে লগিন করতে পারেন।- এবার যে পেজ খুলবে প্রথমে আপনার ব্লগের লিংক দিন।
- এখানে আপনার ব্লগের সাইটম্যাপ দিন। যদি আপনার সাইটম্যাপ তৈরী না থাকে আমাদের সাইটম্যাপ কিভাবে তৈরী করে এই পোস্টটা দেখতে পারেন।
- এবার নিচের কিছু বক্সে আপনার নাম ঠিকানা এই সব চায়বে ওগুলো পরে দিলেও চলবে
- Save করে দিন
এবার যে পেজ খুলবে এখানে আপনাকে আপনার ওয়েবসাইট ভেরিফাই করতে বলা হয়েছে।
এর জন্য ৩ টে ওপশান আছে।আপনি ২ নংটা বেছে নিন কারণ এটা তারাতাড়ি ভেরিফাই করে
Copy And Past a<Meta> Tag In your default page way ককোডটা কপি করুন।
এবার আপনার ব্লগের Dashboard এ চলে যান।
Template > Edit Html > Search<Head> past and save Template
এখান থেকে আপনি আপনার সাইডের সমস্ত কিছু দেখতে পারেন। আশা করি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়নি। তবুও যদি কোন সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
Bing ওয়েবমাস্টার টুলে ওয়েবসাইট কিভাবে সাবমিট করে
Reviewed by Santosh Mondal
on
July 11, 2019
Rating:

No comments: