নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। আমরা সকলেই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু আমি একটা জিনিস প্রায় লখ্যকরি ফেসবুকে অনেক খারাপ পোস্ট বা অন্য কারোর ছবি অপব্যবহার বা কিছু নোয়রা ব্যবসা। জাতি-ধর্ম নিয়ে গালাগালি ইত্যাদি হয়ে থাকে। সেখাানে আমরা কিছু বলতে গেলে আমাদেরও কথা শুনতে হয়। ফেসবুক অনেক বড় সোশ্যাল সাইট এখানে ভাল খারাপ মিলিয়ে আছে ঠিক কিন্তু আমাদের ও ভাই বোনেরা ফেসবুক ব্যবহার করে। তাই আজ আমরা জানবো ফেসবুক রিপোর্ট করার নিয়ম, কিভাবে আমরা ফেক ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করতে পারি। শুধু আইডি না ফেসবুক গুরুপ কিভাবে রিপোর্ট করে, ফেসবুক পেজ কিভাবে রিপোর্ট করে সেগুলোও এই পোস্টেই বলবো। অবশ্যই শুধু মাত্র ভাল কাজে এই সব রিপোর্ট করবেন কোন ভাল ফেসবুক গুরুপ বা পেজ বা প্রফাইলে রিপোর্ট করবেন না।
2. এবার Find Support or Report Page ক্লিক করুন।
3. এখানে Hate Speech ব্যবহার করে গ্রুপের মতো রিপোর্ট করতে পারেন। আর পণ রিপোর্ট করার জন্য ছবিতে দেখেনিন। আশা করি কাজ হবে। সেটা ফেসবুক ভেরিফাই পেজ হলেও।
ফেসবুক গ্রুপে রিপোর্ট কিভাবে করবো
ফেসবুক আমাদের সেফটি নিয়ে সব সময় চিন্তা করে তাই দিন দিন ফেসবুকের ফিচার বেড়েই চলেছে তাই ফেসবুক গ্রুপে রিপোর্ট করার জন্য সমস্ত ওপশান আছে। বেশির ভাগ গ্রুপে দেখা যায় জাতি ধর্ম নিয়ে নোংরা ভাষায় গালি গালাজ চলে সকলের কাছেই নিজের ধর্ম প্রিয় তাই নিজের ধর্মের নাম প্রচার আপনি করতেই পারেন কিন্তু অন্য ধর্মকে ছোট করে নয়। আজ আমরা জানবো ফেসবুক গুরুপে অন্য ধর্মকে ছোট করলে কিভাবে রিপোর্ট করে।
1. প্রথমে ফেসবুক যেই গ্রুপে রিপোর্ট পরতে চান সেই গ্রুপে চলে যান।
2. এবার More ওপশানে ক্লিক করুন।
3. এখান থেকে Reports Group সিলেক্ট করুন।
4. Reports Group করার পর এরকম ছবি আসবে এখানে ওনেক ওপশান পাবেন এখান থেকে Hate Speech সিলেক্ট করুন।
5. এবার যেই পেজটা খুলবে এখান থেকে Target a Religious Group ক্লিক করুন।
6. Target a Religious Group করার পরে Reporte Group করুন।
এইভাবে ফেসবুক গ্রুপে রিপোর্ট করতে হয় সত্যি যদি ধর্ম বিরোধী গ্রুপে হয় তবে ২-৩ বার রিপোর্ট করলে বন্ধ হয়ে যাবে।
1. প্রথমে ফেসবুক যেই গ্রুপে রিপোর্ট পরতে চান সেই গ্রুপে চলে যান।
2. এবার More ওপশানে ক্লিক করুন।
3. এখান থেকে Reports Group সিলেক্ট করুন।
4. Reports Group করার পর এরকম ছবি আসবে এখানে ওনেক ওপশান পাবেন এখান থেকে Hate Speech সিলেক্ট করুন।
5. এবার যেই পেজটা খুলবে এখান থেকে Target a Religious Group ক্লিক করুন।
এইভাবে ফেসবুক গ্রুপে রিপোর্ট করতে হয় সত্যি যদি ধর্ম বিরোধী গ্রুপে হয় তবে ২-৩ বার রিপোর্ট করলে বন্ধ হয়ে যাবে।
ফেসবুক পেজে কিভাবে রিপোর্ট করে
ফেসবুক গ্রুপে যেইভাবে রিপোর্ট করে ঠিক একই ভাবে ফেসবুক পেজেও রিপোর্ট করতে পারেন।যদিেও ফেসবুক পেজে তেমন খারাপ কিছু দেখা যায় ন। কিন্তু কিছু পেজ আছে পণ পোডাক্ট সেল করে সেখেত্রে কিভাবে রিপোর্ট করে আসুন দেখে নিই।
1. প্রথমে যেই পেজে রিপোর্ট করতে চান সেই পেজে চলে যান। এবার ৩ ডটে ক্লিক করুন।
2. এবার Find Support or Report Page ক্লিক করুন।
ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম
আমরা অনেক সময় দেখে থাকি অন্য কারোর ছবি নাম দিয়ে অনেকে ফেসবুক আইডি খুলে তাকে হেরেস্টমেন্ট করে। কখনো টাকার লোভে কখনো প্রেমের ফাদে ফেলার জন্য এরকম অনেক বিষয় হতে পারে। তাই আজ আমি আপনাদের বলবো ফেসবুকে আমার নামে কেউ ফেক আইডি খুললে কিভাবে রিপোর্ট করবো।
1. প্রথমে যেই আইডিতে রিপোর্ট করতে চান তার প্রফাইলে যান। এবার ওপর থেকে More অপশানে ক্লিক করুন।
2. এবার Find support or report profile ক্লিক করুন।
আশা করি সকলে ফেসবুক রিপোর্ট করার নিয়ম বুঝতে পেরেছেন। তবুও ফেসবুক বিষয় কখনো কোন রকম সমস্যায় পরলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ।
ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে কিভাবে যুক্ত করবেন
ফেসবুক পেজ আপনার ব্লগে কিভাবে যুক্ত করবেন
1. প্রথমে যেই আইডিতে রিপোর্ট করতে চান তার প্রফাইলে যান। এবার ওপর থেকে More অপশানে ক্লিক করুন।
2. এবার Find support or report profile ক্লিক করুন।
Pretending to be someone
যদি কেউ আপনার নামে ফেক ফেসবুক আইডি খোলে তাহলে Pretending to be someone ক্লিক করে নিচে থেকে me সিলেক্ট করুন।
যদি কেউ আপনার বন্ধুর নামে ফেক ফেসবুক আইডিখোলে তাহলে A friend ক্লিক করে আপনার বন্ধুকে সার্চ করে সিলেক্ট করুন।
যদি কেউ কোন অভিনেতা বা কোন নাম করা ব্যাক্তির নামে ফেক ফেসবুক আইডি খোলে তাহলে celebrity সিলেক্ট করুন।
Fake account
যদি কোন আইডিতে দেখেন তার ছবি নেই শুধু অশৃল ছবিতে তার প্রফাইল ভরতি তখন তাকে Fake account রিপোর্ট করতে পারেন।
Fake name
যদি কেউ আপনার নামে আইডি করে বা কোন নোংরা খারাপ নামে আইডি তৈরী করে আপনাকে রিকুয়েস্ট পাঠায় তখন Fake name রিপোর্ট করতে পারেন।
Posting inappropriate things
যদি কোন ফেসবুক আইডি থেকে খারাপ কিছু পোস্ট দেখতে পান তখন Posting inappropriate things রিপোর্ট করতে পারেন।
I can't access my account
যদি আপনার ফেসবুক আইডি নাম্বার, ইমেইল বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার সেই আইডিতে গিয়ে এই রিপোর্ট কর আইডি ফিরে পেতে পারেন।
I want to help
যদি আপনার বন্ধুর কোন আইডি নষ্ট বা পাসওয়ার্ড ভুলে যাই সেখেত্রে এই রিপোর্ট ব্যবহার করে আপনার বন্ধুকে সাহায্য করতে পারেন।
আশা করি সকলে ফেসবুক রিপোর্ট করার নিয়ম বুঝতে পেরেছেন। তবুও ফেসবুক বিষয় কখনো কোন রকম সমস্যায় পরলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ।
ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে কিভাবে যুক্ত করবেন
ফেসবুক পেজ আপনার ব্লগে কিভাবে যুক্ত করবেন
Sonali Ray
ReplyDeleteDear sir, my personal facebook account was disabled
ReplyDeletearticle
Delete