আমরা আগের দিন জেনেছি কিভাবে ব্লগের জন্য মেটা ট্যাগ (Meta Tag) তৈরী ও সাবমিট করবো আশা করি সকলের ভালো লেগেছে।
আজ আমরা জানবো Blogger 404 Page Not Found কিভাবে ঠিক করা যায়। তার আগে জেনেনিই 404 পেজ কি, কেন এটা শো করে।
404 Page Not Found এর অর্থ কি?
404 Page Not Found বা 404 Page Error দুটো একি বিষয় বলা যায় সব ব্লগারের এই সমস্যা হয়ে থাকে। এটা তখনি দেখাই যখন কোন ভুল URL ক্লিক করি বা কোন পেজ ব্লগ থেকে Delete হয়ে যায় বা পোস্ট পাবলিশ করার পর আবার সেই পোস্টের নাম বা url পাল্টায়।
অনেক সময় এগুলো আমরা জানতে পারিনা আমাদের ছোট ছোট ভুলে অনেক খতি হয়ে যায়। ইনটারনেট জগতের একটা সাধারণ বিষয়। কিন্তু অনেক ব্লগার এটা দেখে ভয় পায়। আবার আমাদের ভিজিটররা এটা দেখলে অন্য সাইডে চলে যায়।
আবার খুব বেশি 404 Page Error আসলে সার্চইঞ্জিন ধীরে ধীরে আমাদের ওয়েবসাইট পিছনে ফেলে দেয়। আশা করি 404 page কি আর কেন হয় বোঝাতে পেরেছি। এবার জেনেনিই কিভাবে ঠিক করবো।
প্রথমত যদি আপনার জানা থাকে কোন url এর জন্য ৪০৪ আসছে তাহলে সেটা গুগল সার্চ কন্সোলে গিয়ে Delete করে দিন। আমি এখানে ৩ টে উপায় জানাবো।
Javascript Redirect 404 Not Found
- প্রথমে আপনার ব্লগের Dashboard এ জান
- এবার Settings > Search Preferenc > Custom Page Not Found
- এর পাশে Edit ক্লিক করুন
- নিচের কোডটা কপি করে খালি বাক্সে পাস্ট করে Save Change করে দিন।
(নোট আমার ব্লগের url এর জায়গায় আপনার ব্লগের url দেবেন)
এটাও ব্যবহার করতে পারেন এখানে আমার Contact us আর URL এর জায়গায় আপনার লিংক দেবেন বা Html বিষয় আপনার ধরনা থাকলে এটাকে Category মত সাজিয়ে নিতে পারেন।
- Templates > Edit Html
- <Head> সার্চ করুন আর তার নিচে কোডটা past করে দিন।
- aparupbangla.com এর জায়গায় আপনার ব্লগের লিংক দিন।
- Save Template ক্লিক করুন।
যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবেন।আর এমন পোস্ট আরো পেতে আমাদের পাশেথাকুন ধন্যবাদ।
৪০৪ পেজ এরর কিভাবে ঠিক করবেন | How to Fix 404 Page Not Found Error
Reviewed by Santosh Mondal
on
July 10, 2019
Rating:

No comments: