নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। আমরা আগের দিন জেনেছি মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল তৌরী করতে হয়। আশা করি সকলের ইউটিউব চ্যানেল তৌরী হয়ে গেছে। আজ আমরা জানবো ইউটিউব সাবস্ক্রাইব বটন আপনার ব্লগ ওয়েবসাইডে কিভাবে যুক্ত করবেন | how to add youtube subscribe button on blogger যাতে আমাদের ভিজিটর আমাদের ওয়েবসাইট থেকে ডাাইরেক্ট আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে। তাইতে আমাদের উতসাহ অনেক বেশি হয়।
ইউটিউব সাবস্ক্রাইব বটন লাগানো খুব কঠিন কাজ না। এটা সবাই করতে পারবে।এর জন্য আমাদের দরকার শুধু সাবস্ক্রাইব কোড।এটা আমাদের তৌরী করার জন্য গুগলের সাহায্য নিতে হবে। তাহলে চলুন শুরু করি।
২) এবার আপনার ব্লগের Dashboard চলে যান।
৩) এবার Layout এ ক্লিক করুন।আর Add a gadget সিলেক্ট করুন।
৪) HTML/JavaScript সিলেক্ট করুন।
৫) এবার দুটো খালি বক্স ওপেন হবে ওপরের বক্স খালি রেখে নিচে কোডটা পাস্ট করে সেভ করে দিন।
ফ্রীতে ওয়েবসাইট ব্লগ কিভাবে বানাবে
কাজ শেষ এবার আপনার ওয়েবসাইটে গিয়ে দেখে নিন কেমন হলো ইউটিউব সাবস্ক্রাইব বটন।
আপনাদের কথা চিন্তা করে কারোর কোন সমস্যা যাতে না হয় সেজন্যে আমি নিচে দুটো কোড দিলাম।
১) এটাতে আপনার ইউটিউবের নাম ছবি ও সাবস্ক্রাইব বটন পাবেন শুধু (Channel id ) লেখা ওপশানে আপনার চ্যানেলের id কোড দেবেন।
২) এটাতে শুধু সাবস্ক্রাইব বটন পাবেন।
ইউটিউব সাবস্ক্রাইব বটন লাগানো খুব কঠিন কাজ না। এটা সবাই করতে পারবে।এর জন্য আমাদের দরকার শুধু সাবস্ক্রাইব কোড।এটা আমাদের তৌরী করার জন্য গুগলের সাহায্য নিতে হবে। তাহলে চলুন শুরু করি।
ইউটিউব সাবস্ক্রাইব বটন আপনার ব্লগ ওয়েবসাইডে কিভাবে যুক্ত করবেন | how to add youtube subscribe button on blogger
১) youtube সাবস্ক্রাইব বটন ব্লগে যুক্ত করতে হলে সবার আগে আমাদের যেতে হবে Google Developer সাইডে সরাসরি যেতে এখানে ক্লিক করুন
- Channel ID: যে পেজটা খুলবে প্রথমে আপনার Youtube Channel Id দিন। ( যারা জানেন না YouTube Channel ID আপনার চ্যানেলে গিয়ে My Channel ক্লিক করে URL কপি করে নিন।)
- Layout: এটা full রাখলে আপনার ইউটিউব চ্যানেলের প্রফাইল ছবি আর সাবস্ক্রাইব বটন দেখাবে। আর default করলে শুধু সাবস্ক্রাইব বটন দেখাবে।
- Theme: এটা Dark করলে কালার হবে।
- Subscribe Count: কতোজন সাবস্কাইবার দেখাতে হলে Default (Show) রাখুন না হলে Hide করে দিন।
- নিচে Preview দেখতে পাবেন। একটা HTML কোড শো করছে ওটা কপি করুন।
২) এবার আপনার ব্লগের Dashboard চলে যান।
৩) এবার Layout এ ক্লিক করুন।আর Add a gadget সিলেক্ট করুন।
৪) HTML/JavaScript সিলেক্ট করুন।
৫) এবার দুটো খালি বক্স ওপেন হবে ওপরের বক্স খালি রেখে নিচে কোডটা পাস্ট করে সেভ করে দিন।
ফ্রীতে ওয়েবসাইট ব্লগ কিভাবে বানাবে
কাজ শেষ এবার আপনার ওয়েবসাইটে গিয়ে দেখে নিন কেমন হলো ইউটিউব সাবস্ক্রাইব বটন।
আপনাদের কথা চিন্তা করে কারোর কোন সমস্যা যাতে না হয় সেজন্যে আমি নিচে দুটো কোড দিলাম।
১) এটাতে আপনার ইউটিউবের নাম ছবি ও সাবস্ক্রাইব বটন পাবেন শুধু (Channel id ) লেখা ওপশানে আপনার চ্যানেলের id কোড দেবেন।
২) এটাতে শুধু সাবস্ক্রাইব বটন পাবেন।
তাহলে বন্ধুরা আজ এতোটাই আশা করি সকলের ভালো লেগেছে পারলে সকলের সাথে শেয়ার করবেন এবং এমন পোস্ট আরো পেতে আমাদের সাথেে থাকুন। আর এই পোস্টে কারোর কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পরের পোস্টে জানাবো কিভাবে ইউটিউব ভিডিও ব্লগের পোস্টের নিচে দেবেন ধন্যবাদ।
ইউটিউব সাবস্ক্রাইব বটন আপনার ব্লগ ওয়েবসাইডে কিভাবে যুক্ত করবেন
Reviewed by Santosh Mondal
on
July 07, 2019
Rating:

No comments: