আমরা আগের দিন জেনে ইউটিউব ভিডিও আপনার ব্লগে কিভাবে যুক্ত করবেন আশা করি সকলের ভালো লেগেছে।আজ আমরা জানবো ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজের সাথে কিভাবে যুক্ত করবেন |how to add youtube channel to facebook page ফেসবুক একটা বরো সোসাইল সাইড যেখান থেকে আমরা অনেক ট্রাফিক আনতে পারি।
ফেসবুক পেজের সাথে আমাদের youtube চ্যানেল যুক্ত করলে আমাদের বার বার শেয়ার করতে হয় না। তাই এখনো যারা youtube চ্যানেল তৌরী করেননি। আমাদের এই পোস্টটা দেখতে পারেন ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজে যুক্ত করলে আমাদের যেমন views বারবে তেমন শেয়ার অনেক বেশি হবে।
ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজের সাথে কিভাবে যুক্ত করবেন
ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজে যুক্ত করা খুব সহজ আপনারা শুধু আমায় ফলো করুন।
1) প্রথমে যেকোন ব্রাইউজার দিয়ে ইউটিউব চ্যানেলে লগইন করুন। এবার Address Bar থেকে আপনার URL কপি করুন।
2) URL কপি করার পর আপনি আপনার ফেসবুকে চলে যান। লাগইন করুন।
- সার্চ করুন YouTube Tabe
- এখানে এমন একটা App দেখতে পাবেন যার পাশে লেখা আছে USE Now
- Use Now ক্ক্লি করুন।
4) এবার আপনার কাছে জানতে চায়বে আপনি কোন পেজে আপনার YouTube চ্যানেল যুক্ত করতে চান। আপনার পেজ সিলেক্ট করুন।
5) পেজ সিলেক্ট করার পর নিচে Add Page Tab ক্লিক করুন।
6) এবার নতুন যেপেজ ওপেন হবে একটু অপেক্ষা করুন আপনার পেজ Installed হওয়া পর্যন্ত।
- install হয়ে গেলে ডাইরেক্ট আপনার সেই পেজে নিয়ে যাবে যেটা আপনি সিলেক্ট করেছেন।
- আপনার পেজে গেলে একটা YouTube ওপশন পাবেন ওটা ক্লিক করুন। না পেলে (more now) ওটা ক্লিক করুন।
- Application Setting এ ক্লিক করুন।
এবার আপনার YouTube লিংক কোড এখানে দিয়ে Save Settings করে দিন। মনে রাখবেন শুধু কোড পুরো url না।
![]() |
Add caption |
এইভাবে আপনি আপনার YouTube চ্যানেল Facebook এর সাথে যুক্ত করতে পারবেন। এবার কোন ভিজিটর যদি আপনার পেজে এসে YouTube এ ক্লিক করে তবে সে আপনার সমস্ত ভিডিও আপনার পেইজে দেখতে পাবে। এর জন্য ইউটিউব ওপেন করতে হবে না।
এই পোস্টে আমি আপনাদের খুব ভালোভাবে ছবি সহ বোঝানোর চেষ্টা করেছি ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজের সাথে কিভাবে যুক্ত করবেন তবু যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
এটাও পরুন ফেসবুক পেজ আপনার ব্লগে কিভাবে যুক্ত করবেন
(নোট~যদি আপনি এটা মোবাইল দিয়ে করেন তবে অবশ্যই আপনি Desktop ভারশন চালু করে নেবেন।)
ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজের সাথে কিভাবে যুক্ত করবেন
Reviewed by Santosh Mondal
on
July 07, 2019
Rating:

No comments: